বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ

মেয়েদের হাতে বই তুলে দিয়ে আফগানিস্তানে গ্রেপ্তার সমাজকর্মী

কাবুল, ৪ মার্চ: মেয়েদের দমবন্ধ অবস্থা আফগানিস্তানে। বাড়ির বাইরে একা পা রাখা নিষিদ্ধ করেছে তালিবানরা শাসকরা। পাঁচিল তুলে পাকাপাকিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে জানালা। এমনকী হুমকির মুখে দেশের একমাত্র মহিলা রেডিও স্টেশনটিও। এবার সেদেশে নারী শিক্ষার বিস্তারে কাজ করা এক সমাজকর্মীকে গ্রেপ্তার করল প্রশাসন। এমনই দাবি করা হয়েছে ধৃতের পরিবারের তরফে। বর্তমানে তিনি কী অবস্থায় আছেন, সে সম্পর্কে সম্পূর্ণ অন্ধকারে তাঁর পরিবারের লোকজন।
২০২২ সাল থেকে ‘টুডে চাইল্ড’ নামে একটি স্বেচ্ছাসেবক সংস্থা পরিচালনা করছেন ওয়াজির খান। আফগানিস্তানের গ্রামীণ অঞ্চলে শিক্ষার প্রচার করাই সংস্থাটির লক্ষ্য। গত ২৪ ফেব্রুয়ারি কাবুলের বুটখত এলাকার বাড়ি থেকে ২৫ বছর বয়সি এই যুবককে ধরে নিয়ে যায় তালিবানরা।
ধৃত সমাজকর্মীর ভাই আমির খান জালান্দ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ওইদিন কয়েকজন এসে ওয়াজিরের হাত পিছমোড়া করে বেঁধে ফেলে। কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় চোখ। এর পরে তাঁকে জেনারেল ডিরেক্টরেট অব ইন্টেলিজেন্স-এর একটি কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। আমির বলেন, ‘এখনও আমরা জানি না ওয়াজির কোথায় আছে। কেমন আছে। সাত দিনের বেশি সময় পেরিয়ে গিয়েছে। তবে তার কোনও খোঁজ নেই।’ তিনি আরও বলেন, ‘ওয়াজির একটি স্বেচ্ছাসেবী সংস্থার হয়ে কাজ করত। ও ছোট ছোট ছেলেমেয়েদের পড়াত। তালিবানরা তো শরিয়া আইনের অধীনে ১২ বছর বয়স পর্যন্ত পড়াশোনার অনুমতি দেয়। তাহলে কেন গ্রেপ্তার করা হল? ছোট ছেলেমেয়েদের পড়ানো কি অপরাধ? অন্য সব জায়গায় এমন কাজের প্রশংসা করা হয়। অথচ আফগানিস্তানে তাকে গ্রেপ্তার করা হল।’
14h 14m ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মক্ষেত্রটি অনুকূল। নূতন কর্মের সন্ধান প্রাপ্তির যোগ। উপযুক্ত ক্ষেত্রে পরিবারের কারও বিবাহ স্থির হতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৫৩ টাকা৮৮.২৭ টাকা
পাউন্ড১০৮.২৪ টাকা১১২.০২ টাকা
ইউরো৮৯.৩৩ টাকা৯২.৭২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা