বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ

ইজরায়েলে জঙ্গি হামলায় মৃত ১

তেল আভিভ, ৩ মার্চ: গাজায় সংঘর্ষবিরতি চুক্তির মেয়াদ বৃদ্ধি নিয়ে দড়ি টানাটানি চলছে ইজরায়েল ও হামাসের মধ্যে। এবিষয়ে মার্কিন প্রস্তাবে তেল আভিভ সম্মত হলেও হামাস বেঁকে বসেছে। এই সশস্ত্র  সংগঠনের হাতেই গাজার ভূখণ্ডের নিয়ন্ত্রণ। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত উত্তেজনা সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। এর মধ্যেই আজ, সোমবার জঙ্গি হামলার ঘটনা ঘটল উত্তর ইজরায়েলের বন্দর-শহর হাইফায়। ছুরিবিদ্ধ হয়ে প্রাণ হারালেন বছর ষাট বয়সি এক ব্যক্তি। জখম আরও অন্তত চার জন। তাঁদের চিকিৎসা চলছে। পাল্টা গুলিতে এক হামলাকারীরও মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিস। দায় না নিলেও এদিনের হামলার প্রশংসা করে বিবৃতি দিয়েছে হামাস। পাল্টা সুর চড়িয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। স্পষ্ট জানিয়েছেন, খুনিদের বিরুদ্ধে লড়াই জারি থাকবে। 
জানা গিয়েছে, এদিনের হামলায় জড়িত ছিলেন মোট দু’জন। তার মধ্যে এক হামলাকারী গুলি ছুঁড়তে থাকে। আর পথচলতি সাধারণ মানুষকে লক্ষ্য করে এলোপাথাড়ি ছুরি চালাতে থাকে অন্যজন। জখমদের মধ্যে বছর তিরিশের এক যুবক ও ১৫ বছর বয়সি এক কিশোরের অবস্থা আশঙ্কাজনক।
এদিনের হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। সেইসঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। নাম না করে হামাসের প্রতি তাঁর বার্তা, ‘সুযোগ পেলেই যারা আমাদের খুন করতে চায়, তাদের বিরুদ্ধে লড়াই জারি থাকবে। এই যুদ্ধে জয় হবে আমাদেরই।’
23h 23m ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মক্ষেত্রটি অনুকূল। নূতন কর্মের সন্ধান প্রাপ্তির যোগ। উপযুক্ত ক্ষেত্রে পরিবারের কারও বিবাহ স্থির হতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৫৩ টাকা৮৮.২৭ টাকা
পাউন্ড১০৮.২৪ টাকা১১২.০২ টাকা
ইউরো৮৯.৩৩ টাকা৯২.৭২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা