দেশ

কালাহান্ডির ‘সব্জি বিপ্লবে’র কাহিনি শোনালেন প্রধানমন্ত্রী

ভুবনেশ্বর: রুক্ষ ভূমিতে সবুজ বিপ্লব! এমনই অসম্ভবকে বাস্তবে রূপ দিয়েছেন ওড়িশার কালাহান্ডি জেলার কৃষকরা। সব্জি চাষে ‘বিপ্লব’ ঘটিয়ে গোটা দেশকে তাক দিয়েছেন সেখানকার শতাধিক চাষি। ‘মন কি বাত’  অনুষ্ঠানে ওই কৃষকদের প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বছরের শেষ রবিবার ছিল প্রধানমন্ত্রীর এই বেতার অনুষ্ঠানের ১১৭তম পর্ব। এই অনুষ্ঠানে তিনি বলেন, একটা সময় দারিদ্র্যের কারণে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছিলেন সেখানকার বাসিন্দারা। আজ চিত্রটাই বদলে গিয়েছে। আধুনিক প্রযুক্তির সাহায্যে সব্জি চাষে জোয়ার এনেছেন কালাহান্ডির গোলামুন্ডা ব্লকের চাষিরা। ভেজিটেবল হাবে পরিণত হয়েছে ওড়িশার পিছিয়ে পড়া জেলার মাটি। 
কীভাবে সম্ভব হল সব্জি বিপ্লব? সে তথ্য শেয়ারও করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ছোট ছোট একাধিক দল গঠন করেছিলেন চাষিরা। প্রতিটি দলে ১০ জন। আবার সবকটি দল মিলে গঠন করে ফার্মার প্রোডিউসার অর্গানাইজেশন (এফপিও)। স্থানীয়ভাবে যা ‘কিষান উৎপাদক সঙ্ঘ’ নামেও পরিচিত। গোলামুন্ডা ব্লকে ২০০ একর জমিতে টম্যাটো এবং ১৫০ একর জমিতে করলা চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন চাষিরা। পাশাপাশি আলু ও পেঁয়াজ চাষেও মন দিয়েছেন তাঁরা। আজ কৃষকদের আয়ও বেড়েছে কয়েকগুণ।  এফপিও-র বার্ষিক টার্নওভার দেড় কোটির টাকারও বেশি। বছর ১৫ আগে ট্রাক্টর চালাতেন স্থানীয় বাসিন্দা কৃষ্ণ নাগ। এখন তিনি ১৫ একর জমিতে বিভিন্ন সব্জি চাষ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাদের পরিশ্রমকে স্বীকৃতি দেওয়ায় আনন্দিত। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি এক্স হ্যান্ডলে লিখেছেন, আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে কালাহান্ডির চাষিরা আজ স্বাবলম্বী। ৪৫ জন মহিলা সহ ২০০ জন কৃষক প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে যোগ দেন। ওড়িশার রাজ্যসভার সাংসদ সুজিত কুমার বলেন, ‘জেলার চাষিদের লড়াইয়ের কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। আমরা উচ্ছ্বসিত।’ 
3d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের উন্নতি হবে। হস্তশিল্পীদের পক্ষে সময়টা বিশেষ ভালো। ডাক্তার ইঞ্জিনিয়ারদের কর্মের প্রসার। আর্থিক দিকটি অনুকূল।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৮০ টাকা৮৬.৫৪ টাকা
পাউন্ড১০৫.৩৬ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.০০ টাকা৯০.৩৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা