দেশ


অন্ধ্রপ্রদেশে ট্রাক উল্টে ৭ জনের মৃত্যু, জখম ২

অন্ধ্রপ্রদেশ, ১১ সেপ্টেম্বর: ট্রাক উল্টে মৃত্যু হল সাত জনের। গতকাল, মঙ্গলবার মধ্যরাতে দুর্ঘটনাটি ঘটে অন্ধ্রপ্রদেশের চিন্নাইগুডেমের চিলাকা পাকালা এলাকায়। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দু’জন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পরই ট্রাকের চালক পলাতক বলে জানা গিয়েছে।
পুলিস সূত্রে খবর, কাজুবাদাম বোঝাই ওই ট্রাকটি বোরামপালেম থেকে তাদিমল্লার দিকে আসছিল। কিন্তু মাঝপথে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়। বিকট আওয়াজ পেয়ে ছুটে আসেন স্থানীয় মানুষজন। এরপরই তাঁরা উদ্ধারকাজে হাত লাগান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিসও। জানা গিয়েছে, ট্রাকটিতে মোট ন’জন যাত্রী ছিলেন। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে সাত জনের। গুরুতর আহত অবস্থায় দু’জনকে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন। বাকিদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পূর্ব গোদাবরী জেলার এসপি নরসিমহো কিশোর বলেন, “প্রচুর পরিমাণ কাজু বাদামের নীচে চাপা পড়ে দমবন্ধ হয়ে সাত জনের মৃত্যু হয়েছে।”এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুও। তিনি আশ্বস্ত করে জানিয়েছেন, প্রতিটি পরিবারের পাশে রয়েছে রাজ্য সরকার। তাঁদের সব সব ধরনের সহায়তা করা হবে।
1Month ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা