দেশ

লিবারেশন সাংসদকে হেনস্তা, কাঠগড়ায় নীতীশের রক্ষীরা

পাটনা: বিহারের মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে নিগ্রহের অভিযোগ তুললেন সিপিআইএমএল লিবারেশন সাংসদ সুদামা প্রসাদ। জানা গিয়েছে, ভোজপুর জেলার সদর শহর আরায় প্রায় ১০০ কোটি টাকায় একাধিক প্রকল্পের কাজে হাত দিয়েছে রাজ্য সরকার। তালিকায় রয়েছে সরকারি মেডিক্যাল কলেজও। সেইগুলির কাজকর্ম খতিয়ে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই সময় তাঁর নিরাপত্তারক্ষীরা সুদামাকে নিগ্রহ করেন বলে অভিযোগ। লিবারেশন সাংসদ জানিয়েছেন, ‘এই ঘটনাকে আমি ব্যক্তিগত অসম্মান বা হেনস্তা হিসেবে দেখছি না। আমার লোকসভা কেন্দ্রের ৫ লক্ষ ৩০ হাজার মানুষকে অপমান করা হয়েছে। যাঁরা আমাকে লোকসভা নির্বাচনে ভোট দিয়ে জয়ী করেছিলেন।’ লিবারেশন সাংসদের অভিযোগ ঘিরে সরব বিরোধীরা। শরিক দলের সাংসদের এই হেনস্তার ঘটনায় আরজেডি কড়া ভাষায় আক্রমণ করেছে মুখ্যমন্ত্রীকে। তবে গোটা বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন প্রশাসনিক আধিকারিকরা। সূত্রের খবর, সুদামাও এদিন মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানের আমন্ত্রিতদের তালিকায় ছিলেন। নীতীশের নিরাপত্তারক্ষীদের সেই বিষয়টি জানানোর চেষ্টা করেন তিনি। কিন্তু, লাভ হয়নি। সাংসদ জানিয়েছেন, মুখ্যমন্ত্রীকে উপহার দেওয়ার জন্য একটি ফুলের তোড়াও নিয়ে এসেছিলেন। কিন্তু, কমান্ডোরা কোনও কিছুতেই কর্ণপাত করেননি। রাজ্যের উপ মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী সেখানে উপস্থিত থাকলেও তাঁরা এগিয়ে আসেননি। প্রসাদ আরও জানান, বন্যার জেরে সংশ্লিষ্ট এলাকার বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখান মানুষজন অভাব-অভিযোগের কথা জানাতেই তিনি এসেছিলেন। কটাক্ষের সুরে লিবারেশন সাংসদ বলেন, মুখ্যমন্ত্রী খুবই ব্যস্ত ছিলেন। সময়ও বিশেষ ছিল না। তিনি পাটনা থেকে এতদূর কষ্ট করে না এসে বাড়ি থেকেই ভার্চুয়ালি যোগ দিতে পারতেন। 
10d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আয় বৃদ্ধি ও গৃহসুখ বৃদ্ধি। কর্মস্থলে সাফল্য ও প্রশংসা লাভের সম্ভাবনা। শরীর-স্বাস্থ্য বুঝে চলুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১০ টাকা৮৪.৮৪ টাকা
পাউন্ড১০৮.৬৪ টাকা১১২.১৯ টাকা
ইউরো৯১.৫৩ টাকা৯৪.৭৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
14th     September,   2024
দিন পঞ্জিকা