দেশ

উত্তরপ্রদেশ থেকে ধৃত পালঘর খুনে অভিযুক্ত

পালঘর: পাঁচদিনের মধ্যেই পালঘরের নৃশংস খুনের কিনারা করল পুলিস। বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়েছে তিন খুনে অভিযুক্ত আরিফ আনোয়ার আলিকে। গত ১৭ আগস্ট পালঘরে খুন হন মুকুন্দ বেচারদাস রাঠোড় (৭৫), স্ত্রী কাঞ্চন (৭২) ও তাঁদের মেয়ে সঙ্গীতা (৫২)। অভিযুক্ত আলি রাঠোড়দেরই প্রতিবেশী। এদিন পুলিস জানিয়েছে, উত্তরপ্রদেশের মেজা গ্রাম থেকে আলিকে গ্রেপ্তার করা হয়েছে। জেরায় খুনের কথা স্বীকার করেছে সে। স্ত্রী কাঞ্চন ও বিশেষভাবে সক্ষম অবিবাহিত মেয়ে সঙ্গীতাকে (৫২) নিয়ে পালঘরের নেহারলোই গ্রামে থাকতেন মুকুন্দ বেচারদাস রাঠোড়। তাঁদের একমাত্র ছেলে পঙ্কজ একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। তিনি থাকেন বিহার ওয়েস্টে। ১৭ আগস্ট পঙ্কজ খোঁজ খবর নেওয়ার জন্য বা-মাকে ফোন করেন। তবে কোনও সাড়া পাননি। এরপর বারবার ফোন করে যোগাযোগ করতে না পেরে ৩০ আগস্ট তিনি গ্রামে ফিরে আসেন। প্রতিবেশীদের সাহায্যে তালা ভেঙে বাড়িতে ঢুকে বাবা-মা ও দিদির পচাগলা দেহ দেখতে পান। তদন্তে নেমে পুলিস জানতে পারে, এটা প্রতিবেশী আলিরই কাণ্ড। সহায় সম্বলহীন প্রতিবেশীর বাড়িতে চুরি করতে গিয়েছিল সে। সম্ভবত বাধা পেয়ে এবং চিনে ফেলার ভয়ে পরিবারের তিন সদস্যকে খুন করে বাড়ি বাইরে থেকে তালা বন্ধ করে সে পালিয়ে যায়। এরপর আলির সন্ধানে জোরদার তল্লাশি শুরু করে পুলিস। অবশেষে পালঘর পুলিস এবং বিশেষ টাস্ক ফোর্স যৌথ অভিযান চালিয়ে বৃহস্পতিবার উত্তরপ্রদেশের মেজা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করেছে।
10d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আয় বৃদ্ধি ও গৃহসুখ বৃদ্ধি। কর্মস্থলে সাফল্য ও প্রশংসা লাভের সম্ভাবনা। শরীর-স্বাস্থ্য বুঝে চলুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১০ টাকা৮৪.৮৪ টাকা
পাউন্ড১০৮.৬৪ টাকা১১২.১৯ টাকা
ইউরো৯১.৫৩ টাকা৯৪.৭৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
14th     September,   2024
দিন পঞ্জিকা