দেশ

কেদারনাথের গান্ধী সরোবরে তুষারধস, আতঙ্কিত পুণ্যার্থীরা

নয়াদিল্লি: উত্তরাখণ্ডে চারধাম যাত্রার মধ্যে আচমকাই আতঙ্ক। ফিরে এল ২০১৩ সালের জুন মাসের ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের স্মৃতি। রবিবার ভোরে কেদারনাথ মন্দিরের কাছে গান্ধী সরোবরে নেমে এল বিশাল তুষারধস। যদিও এদিনের বিপর্যয়ে কোনও প্রাণহানি ঘটেনি। তবে পুণ্যার্থীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তুষারধসের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, কেদারনাথ মন্দিরের পিছনে ঢাল বেয়ে বিশাল তুষারধস গভীর খাদে এসে পড়ছে। এপ্রসঙ্গে রুদ্রপ্রয়াগের সিনিয়র পুলিস সুপার বিশাখা অশোক ভাদানে বলেন, ‘রবিবার ভোর পাঁচটা নাগাদ পর্বত থেকে বিশাল আকারের তুষারধসটি নেমে আসে। কোনও ক্ষয়ক্ষতি অবশ্য হয়নি। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।’ 
এদিনের তুষারধসের পিছনে অস্বাভাবিক কিছু দেখছেন না প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা বাহিনীর অফিসার নন্দন সিং রাজওয়া। তিনি বলেন, এধরনের তুষারধস প্রায়ই হয়ে থাকে। পাহাড়ের উপরিভাগে ব্যাপক তুষারপাত হলে তা ঢাল বেয়ে নীচে নেমে আসে। এর মধ্যে অস্বাভাবিক কিছু নেই। উল্লেখ্য, ২০১৩ সালের জুন মাসে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় নেমে আসে কেদারনাথ ও রুদ্রপ্রয়াগে। হড়পা বান ও ধসে ৬ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। জলের তোড়ে ভেসে যায় কয়েক হাজার ঘর-বাড়ি। সেই বিপর্যয়ের স্মৃতি এখনও মুছে যায়নি। এদিনের তুষারধস দেখেও রীতিমতো ভয় পেয়ে যান পুণ্যার্থীরা।
নামছে তুষারধস। নীচে কেদারনাথ মন্দিরে তখন ভক্তদের ভিড়। ছবি: পিটিআই
2d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশাগত উচ্চবিদ্যার শিক্ষায় শুভ। সাহিত্যচর্চায় মানসিক আনন্দ। কর্মোন্নতি ও আয় বৃদ্ধির যোগ। ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৯ টাকা৮৪.৪৩ টাকা
পাউন্ড১০৩.৮৪ টাকা১০৭.৩০ টাকা
ইউরো৮৮.১২ টাকা৯১.২৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা