দেশ

দেশে প্রথম, সেনা-নৌবাহিনীর সর্বোচ্চ পদে এবার দুই সহপাঠী

নয়াদিল্লি: রবিবার সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। আর তার  সঙ্গেই দেশের সামরিক বাহিনীতে তৈরি হল নয়া নজির। এই প্রথম ভারতীয় সেনা ও নৌবাহিনীর প্রধানের পদে বসলেন দুই সহপাঠী। গত ১ মে ভারতীয় নৌবাহিনীর দায়িত্ব নিয়েছিলেন অ্যাডমিরাল দীনেশ ত্রিপাঠী। ১৯৭০ সালে মধ্যপ্রদেশের রেওয়ার সৈনিক স্কুলের পঞ্চম শ্রেণির পড়ুয়া ছিলেন অ্যাডমিরাল ত্রিপাঠী ও লেফটেন্যান্ট জেনারেল দ্বিবেদী। তাঁদের রোল নম্বর ছিল যথাক্রমে ৯৩১ ও ৯৩৮। দু’জনে একই সেকশনে পড়তেন। পরে দ্বিবেদী সেনা ও ত্রিপাঠী নৌবাহিনীতে যোগ দেন। আলাদা বাহিনীতে থাকলেও দু’জনের বন্ধুত্বে ছেদ পড়েনি। এবার তাঁরা দুই বাহিনীর প্রধানের দায়িত্বে। প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র এ ভারতভূষণ বাবু প্রথম এই বিষয়টি প্রকাশ্যে আনেন। নিজের এক্স হ্যান্ডলে রেওয়া সৈনিক স্কুলের একটি ভিডিও পোস্ট করেছেন। একইসঙ্গে তিনি লেখেন, ‘ভারতের সামরিক ইতিহাসে এই প্রথম নৌসেনা ও স্থলসেনার প্রধান একই স্কুলের পড়ুয়া। মধ্যপ্রদেশের রেওয়া সৈনিক স্কুলের কাছে এটি অত্যন্ত গর্বের। ওই স্কুল ৫০ বছর আগে  দুজন অসাধারণ ছাত্রকে গড়েপিটে তুলেছিল।’
রবিবার মনোজ পান্ডের স্থলাভিষিক্ত হলেন দ্বিবেদী। এতদিন স্থলবাহিনীর সহপ্রধানের দায়িত্বে ছিলেন তিনি। ২০২২ থেকে  এতদিন পর্যন্ত নর্দান কমান্ডের প্রধান ছিলেন। স্কুলজীবন শেষ করে ১৯৮১ সালে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে যোগ দেন দ্বিবেদী। এরপর ১৯৮৪ সালে জম্মু ও কাশ্মীরের ১৮ ব্যাটেলিয়ন। কাশ্মীর উপত্যকা ও রাজস্থানের মরুভূমিতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। সন্ত্রাসবাদের বিরুদ্ধে একাধিক অভিযানে নেতৃত্ব দিয়েছেন তিনি। কর্মজীবনে একাধিক পুরস্কারও জিতেছেন। অসম পুলিসের ইন্সপেক্টর জেনারেলের পদেও ছিলেন তিনি। মায়ানমার সীমান্ত রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন দ্বিবেদী। এদিন ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, লেফটেন্যান্ট জেনারেল দ্বিবেদী তাঁর অভিজ্ঞতার ভাণ্ডার, অসাধারণ ট্র্যাক রেকর্ড এবং অপ্রত্যাশিত কিছু করার পরিকল্পনা নিয়ে এসেছেন।
জেনারেল মনোজ পান্ডের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করছেন দেশের ৩০তম চিফ অব আর্মি স্টাফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদী (ডানদিকে)। ছবি: পিটিআই
2d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশাগত উচ্চবিদ্যার শিক্ষায় শুভ। সাহিত্যচর্চায় মানসিক আনন্দ। কর্মোন্নতি ও আয় বৃদ্ধির যোগ। ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৯ টাকা৮৪.৪৩ টাকা
পাউন্ড১০৩.৮৪ টাকা১০৭.৩০ টাকা
ইউরো৮৮.১২ টাকা৯১.২৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা