দেশ

মহারাষ্ট্রে ক্ষমতার পালাবদলই লক্ষ্য এমভিএ’র , ঘোষণা  পাওয়ারের

মুম্বই: লোকসভা ভোটে সাফল্য মিলেছে। এবার বিধানসভা ভোটে বিজেপি জোট সরকারকে ক্ষমতাচ্যূত করতে হাত মিলিয়ে লড়াই করতে চলেছে  মহারাষ্ট্রের বিরোধী মহাবিকাশ আঘাড়ি (এমভিএ) জোট। আগামী অক্টোবরেই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। রবিবার এনসিপি (এসপি) প্রধান শারদ পাওয়ার জানিয়েছেন, এই ভোটেও কংগ্রেস ও শিবসেনা (ইউবিটি)-র সঙ্গে জোট বেঁধেই লড়বে তাঁর দল। পাওয়ারের কথায়, ‘অর্জুন যেমন মাছের চোখকেই একমাত্র লক্ষ্য করেছিলেন। তেমনই আমাদের অভিন্ন লক্ষ্য মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন। এবারও এই তিনদল একসঙ্গে ভোটে লড়াই করবে।’পারস্পরিক সম্মতির ভিত্তিতে বিধানসভা আসন সমঝোতা চূড়ান্ত করা হবে বলে পাওয়ার জানিয়েছেন। তিনি আরও বলেন, রাজ্যের এখন পরিবর্তন প্রয়োজন। সেই পরিবর্তন আনাই লক্ষ্য বিরোধীদের।
আর মাস চারেক পরেই ভোট। কিন্তু এমভিএ শরিকরা এখনও আসন বোঝাপড়া নিয়ে আলোচনা শুরু করেনি বলে জানিয়েছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী পাওয়ার। এই জোটের অন্যতম শরিক একাধিক বাম দল এবং পিজ্যান্টস অ্যান্ড ওয়ার্কার্স পার্টি (পিডব্লুপি)। লোকসভা নির্বাচনে এই দলগুলি প্রতিদ্বন্দ্বিতা করেনি। বিধানসভা ভোটে এই দলগুলিকে আসন ছাড়া হবে বলে জানিয়েছেন পাওয়ার। তাঁর কথায়, ‘এই দলগুলির স্বার্থ রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।’ 
ভোটের দিকে তাকিয়ে এবারের রাজ্য বাজেটে কয়েকটি জনমোহিনী প্রকল্প ঘোষণা করেছে একনাথ সিন্ধে সরকার।  মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডারের আদলে মহিলাদের মাসে দেড় হাজার টাকা এবং বছরে তিনটি রান্নার গ্যাসের সিলিন্ডার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এ প্রসঙ্গে পাওয়ারের কটাক্ষ, ‘খালি পকেট নিয়ে বাজারে গেলে কী হবে? কিছুক্ষণের মধ্যে সত্যিটা প্রকাশ হয়ে পড়ে।’
2d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশাগত উচ্চবিদ্যার শিক্ষায় শুভ। সাহিত্যচর্চায় মানসিক আনন্দ। কর্মোন্নতি ও আয় বৃদ্ধির যোগ। ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৯ টাকা৮৪.৪৩ টাকা
পাউন্ড১০৩.৮৪ টাকা১০৭.৩০ টাকা
ইউরো৮৮.১২ টাকা৯১.২৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা