দেশ

টাকার বিনিময়ে নম্বর জালিয়াতি গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে, ধৃত আট

নয়াদিল্লি: টাকা দিলেই মিলবে পছন্দসই নম্বর। বিজেপি শাসিত অসমে। গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত গণেশলাল চৌধুরী কলেজে রমরমিয়ে চলছিল এই চক্র। সম্প্রতি এক পড়ুয়ার মার্কশিটে কারচুপির তদন্তে নেমে ওই প্রতারণা চক্রের হদিশ পেল পুলিস। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে আটজনকে। তদন্তকারীদের দাবি, প্রযুক্তিকে ব্যবহার করে তারা মার্কশিটে নম্বর বাড়িয়ে দিত। তবে শুধু এই আট জনই নন, এই চক্রে আরও অনেকে জড়িত রয়েছে। জানা গিয়েছে, আজিজুল হক নামে এক পড়ুয়ার মার্কশিটে তার প্রাপ্ত নম্বরের থেকে অনেক বেশি নম্বর বসানো ছিল। বিষয়টি নজরে আসতেই পুলিসে অভিযোগ দায়ের করে কলেজ কর্তৃপক্ষ। তদন্তের শুরুতে ওই পড়ুয়াকে জিজ্ঞাসাবাদ করেন আধিকারিকরা। জেরায় আজিজুল জানায়, প্রথম, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম সেমেস্টারের নম্বর বাড়ানোর জন্য ১০ হাজার টাকা দিয়েছিল। বিষয়টি প্রকাশ্যে আসতেই অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি জানিয়েছেন, বরপেটা থেকে এধরনের ছ’টি অভিযোগ জমা পড়েছে। মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। গত সাতদিন ধরেই বিষয়টি আমাকে জানানো হচ্ছে। তদন্ত চলছে। সিআইডি সূত্রে খবর, গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের ইন্টেগ্রেটেড ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেম (আইইউএমএস) নিজেরা দেখভাল করে না কর্তৃপক্ষ। ডিজিটাল কাজকর্ম দেখার দায়িত্ব অন্য একটি সংস্থাকে দেওয়া রয়েছে। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা আইটিআই লিমিটেড ওই সিস্টেমে ডেটা এন্ট্রির কাজ করত। তাদের কর্মীরাই এই চক্রে সঙ্গে যুক্ত বলে দাবি তদন্তকারীদের। সিআইডির দাবি, অন্তত ১০টি ক্ষেত্রে নম্বর বাড়ানোর প্রমাণ মিলেছে। কমপক্ষে ৫০ জন পড়ুয়া ওই প্রতারণা চক্রকে টাকা দিয়েছিল। ভিতরের কেউ এর সঙ্গে রয়েছে কি না, তা খতিয়ে দেখতে অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দিয়েছে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়।  
2d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশাগত উচ্চবিদ্যার শিক্ষায় শুভ। সাহিত্যচর্চায় মানসিক আনন্দ। কর্মোন্নতি ও আয় বৃদ্ধির যোগ। ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৯ টাকা৮৪.৪৩ টাকা
পাউন্ড১০৩.৮৪ টাকা১০৭.৩০ টাকা
ইউরো৮৮.১২ টাকা৯১.২৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা