দেশ

প্রভু জগন্নাথদেবের সঙ্গে ওড়িশার মুখ্যমন্ত্রীর তুলনা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর, বিতর্ক

ভুবনেশ্বর: লোকসভা নির্বাচনের আগে পুরীর বিজেপি সাংসদ সম্বিত পাত্র দাবি করেছিলেন, প্রভু জগন্নাথদেবও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভক্ত। যা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। তৎকালীন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকও ভগবান জগন্নাথকে রাজনীতিতে না টেনে আনার পরামর্শ দিয়েছিলেন। এরপর তড়িঘড়ি সম্বিত জানান, তিনি মুখ ফস্কে কথাটি বলে ফেলেছিলেন। এর জন্য উপবাস করে প্রায়শ্চিত্ত করার কথাও ঘোষণা করেন সম্বিত। সেই ঘটনার রেশ মেলাতে না মেলাতেই এবার জগন্নাথদেবের সঙ্গে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝির তুলনা করে নতুন বিতর্কের জন্ম দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। 
এবারের লোকসভা ও বিধানসভা নির্বাচনে ওড়িশায় ভালো ফল করেছে বিজেপি। বিধানসভায় ৭৮টি আসন জিতে প্রথমবার ক্ষমতায় এসেছে তারা। পাশাপাশি লোকসভা নির্বাচনেও ২০টি আসনে জিতেছে তারা। এত ভালো ফলের জন্য বিজেপির তরফে ওড়িশার ভুবনেশ্বরে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে বক্তৃতা দিচ্ছিলেন প্রধান। সেখানেই তিনি বলেন, মুখ্যমন্ত্রী মোহন মাঝি ও দুই উপ মুখ্যমন্ত্রী কে ভি সিং দেও ও পার্বতী পারিদা যেন প্রভু জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা। রাজ্যের উন্নয়নের দায়িত্বভার এখন এই তিনজনের কাঁধে। ধর্মেন্দ্র প্রধানের এই বক্তব্যের পরেই বিতর্ক ছড়িয়েছে। 
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী আরও জানান, নতুন ওড়িশা উন্নত ভারতের স্বপ্ন পূরণ করবে। ওই অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ওড়িশা থেকেই রাজ্যসভায় গিয়েছেন বৈষ্ণব। ধর্মেন্দ্রর ওই মন্তব্য শুনে তিনিও মুচকি হাসেন। ধর্মেন্দ্র প্রধানের মন্তব্য নিয়ে পরে বৈষ্ণবকে প্রশ্ন করা হলেও তিনি উত্তর দেননি।
ভুবনেশ্বরে বিজেপির নেতা-মন্ত্রীরা-পিটিআই
2d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশাগত উচ্চবিদ্যার শিক্ষায় শুভ। সাহিত্যচর্চায় মানসিক আনন্দ। কর্মোন্নতি ও আয় বৃদ্ধির যোগ। ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৯ টাকা৮৪.৪৩ টাকা
পাউন্ড১০৩.৮৪ টাকা১০৭.৩০ টাকা
ইউরো৮৮.১২ টাকা৯১.২৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা