দেশ

তৃণমূলের নয়া সদস্যরা প্রথম দিন সংসদ ভবন ঘুরে দেখলেন, তুললেন সেলফিও

সন্দীপ স্বর্ণকার, নয়াদিল্লি: আজ মঙ্গলবার লোকসভার সাংসদ হিসেবে শপথ নেবেন বাংলার প্রতিনিধিরা। তৃণমূলের অধিকাংশ বাংলায় শপথ নেবেন বলেই জানা গিয়েছে। তবে কীভাবে হচ্ছে শপথ গ্রহণ, সংসদের অভ্যন্তর কেমন, কোথায় কী আছে, তা দেখতে সোমবার হাজির ছিলেন তৃণমূলের নব নির্বাচিত এমপিরা। মেয়ে সোনাক্ষীর বিয়ের অনুষ্ঠানে ব্যস্ত বলে আসেননি শত্রুঘ্ন সিনহা। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে এমপি হওয়া কীর্তি আজাদকে দেখা গেল কালারফুল ধুতি পাঞ্জাবিতে। মহুয়া মৈত্রর পাশে বসলেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন এমপি হিসেবে ভরলেন ফর্ম। লোকসভা সচিবালয়ে জমা করলেন নাম, পরিচয়, পরিবারের বিস্তারিত। মিলল অষ্টাদশ লোকসভার সাংসদ হিসেবে পরিচয়পত্র। 
নতুন এমপিদের ম঩ধ্যে জুন মালিয়া আর সায়নী ঘোষকে দেখা গেল পাশাপাশি। পিছনের সারির ধারে ‘দিদি নাম্বার ওয়ান’ রচনা বন্দ্যোপাধ্যায়। সংসদে প্রথম দিন। তাই নতুন সংসদ ভবন ঘুরে দেখলেন তাঁরা।  তুললেন  সবাই মিলে সেলফিও। কোথায় কী আছে, তা গাইড করলেন লোকসভায় দলের মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সংসদে প্রথমদিনই মোদির সমালোচনা তো বটেই, দলকেও মাতিয়ে রাখলেন তিনি। প্রাক্তন গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং শপথ নিতে উঠতেই কল্যাণের টিপ্পনি, আপনাকে ধন্যবাদ। আপনি বাংলাকে বঞ্চনা করেছেন বলেই তৃণমূলের আসন বাড়ল
নতুন ভবনে দলের কোনও অফিস নেই। তাই তৃণমূল এমপিরা একজোট হলেন পুরনো সংসদ ভবন (এখন যার নাম সংবিধান সদন) ভবনের ২০বি নাম্বার ঘরে। দলের অফিসে। সোমবার আবার ছিল জুন মালিয়ার জন্মদিন। ৫৪-তে পা দিলেন একসময়ের অভিনেত্রী তথা প্রাক্তন বিধায়ক। দলেরই একজন মজা করে বললেন, জুন মাসে শপথ নেবে জুন। তখনই হেসে জুন জানান, ২৪ জুন তাঁর জন্মদিন। শুনেই চলল শুভেচ্ছা পর্ব। কিন্তু সংসদের ক্যান্টিনে নেই কেক। তাই আজ কেক কেটে বিলেটেড বার্থডে সেলিব্রেট হবে বলেই ঠিক হয়েছে। 
তৃণমূলের দলীয় অফিসে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ২১ শে জুলাই ধর্মতলার একটি পুরনো ছবি। যা দেখেই সায়নী বলে উঠলেন, আহা দিদির ছবিটা কী সুন্দর। কল্যাণবাবু বললেন, আরে দিদি তো দিদিই। দলের অফিসে যাতে এমপিরা নিয়মিত আসেন, খাতায় সই করেন, সাংসদরা যাতে বিরোধী দলের ভূমিকায় অগ্রণী ভূমিকা নেন, সেদিকে এবার আরও জোর দিচ্ছে তৃণমূল। বিরোধী শক্তি বাড়ানোর দিকেও নজর দিচ্ছে দল। তাই বিজেডি রাজ্য‌সভায় ন’জন এমপি নিয়ে বিরোধীদের হাত শক্ত বলে ঘোষণা করতেই রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ও’ব্রায়েনের মন্তব্য, এবার খেলা হবে। 
সংসদ ভবনে তৃণমূল কংগ্রেস সাংসদরা। -নিজস্ব চিত্র
3d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মে কিছুটা শুভ। খেলাধূলায় বিশেষ নৈপুণ্য প্রদর্শন। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৭০ টাকা৮৪.৪৪ টাকা
পাউন্ড১০৩.৮৪ টাকা১০৭.৩০ টাকা
ইউরো৮৭.৮০ টাকা৯০.৯১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা