দেশ

প্রোটেম স্পিকার ইস্যুতে রাজনীতি করছে কংগ্রেস, তোপ রিজিজুর

নয়াদিল্লি: লোকসভার প্রথম অধিবেশনের আগেই প্রোটেম স্পিকার ইস্যুতে বিজেপি-কংগ্রেস তরজা তুঙ্গে। বৃহস্পতিবার এই পদের জন্য বিজেপি সাংসদ ভর্তৃহরি মহতাবের নাম ঘোষণা করা হয়। তারপরই হাত শিবিরের প্রশ্ন, সবচেয়ে বেশিবারের সাংসদ কে সুরেশকে বাদ দিয়ে কেন মহতাবকে প্রোটেম স্পিকার করা হল? এব্যাপারে সংসদীয় রীতিনীতি ভাঙারও অভিযোগ তুলেছে তারা। পাল্টা কংগ্রেসকে আক্রমণ করেছেন সংসদীয় বিষয়কমন্ত্রী কিরেন রিজিজু। তিনি বলেন, কংগ্রেসের কথা শুনে আমার লজ্জা হচ্ছে। মানুষকে ভুল পথে চালিত করার জন্য ওরা একের পর এক ভুল করে চলেছে। হাত শিবিরের অভিযোগ উড়িয়ে তিনি আরও বলেন, সমস্ত রীতি মেনেই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, রীতি হল, যিনি টানা সবচেয়ে বেশিবার সাংসদ থাকবেন, তিনিই এই দায়িত্বভার পাবেন। তাই এই নিয়ে রাজনীতি করা উচিত নয়। এই যুক্তিতেই মহতাবকে প্রোটেম স্পিকার নির্বাচিত করা হয়েছে। তাঁর ব্যাখ্যা, মহতাব একটানা সাতবার সাংসদ নির্বাচিত হয়েছেন। সবচেয়ে বেশি সময় তিনি এই পদে থেকেছেন। অন্যদিকে, সুরেশ সবমিলিয়ে আটবার সাংসদ হয়েছেন ঠিকই কিন্তু ধারাবাহিকভাবে নয়। ১৯৯৮ ও ২০০৪ সালের সাধারণ নির্বাচনে তিনি পরাস্ত হয়েছিলেন। তাছাড়া, এটি অস্থায়ী পদ। তা সত্ত্বেও কংগ্রেস এই নিয়ে রাজনীতি করছে। 
3Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আর্থিক উন্নতি ও গৃহসুখ বৃদ্ধি। বস্ত্রাদি ও বিবিধ অলঙ্কারাদি ব্যবসার গতি বৃদ্ধি ও মানসিক তৃপ্তি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১১০.২৬ টাকা১১৩.৮৫ টাকা
ইউরো৯১.৭১ টাকা৯৪.৯১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা