দেশ

মহারাষ্ট্রে বিধানসভা ভোট: বিজেপির উপর চাপ বাড়াচ্ছে শরিকরা

মুম্বই: লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রে কার্যত বিপর্যয়ের মুখে পড়েছে বিজেপির নেতৃত্বাধীন মহাজুতি জোট। ৪৮টি আসনের মধ্যে তারা মাত্র ১৭টি আসন পেয়েছে। সবচেয়ে খারাপ পরিস্থিতি বিজেপির। ২৮টি আসনে প্রার্থী দিয়েছিল তারা। এর মধ্যে মাত্র নয়টিতে জিততে পেরেছে। চলতি বছরের শেষে বিধানসভা নির্বাচন। এই পরিস্থিতিতে বিধানসভা ভোটে আসন রফা নিয়ে এখন থেকেই বিজেপিকে চেপে ধরতে চাইছে শাসক জোটের দুই শরিক একনাথ সিন্ধের শিবসেনা ও অজিত পাওয়ারের এনসিপি। লোকসভা নির্বাচনে বিজেপির আসন সমঝোতা মেনে নিতে ‘বাধ্য’ হয়েছিল দুই শরিক। কিন্তু বিধানসভা নির্বাচনে তা হবে না বলে কার্যত বুঝিয়ে দিচ্ছে তারা। ২৮৮টি বিধানসভা আসনের মধ্যে সিন্ধে-সেনার তরফে প্রকাশ্যেই ১০০টি আসনের দাবি জানানো শুরু হয়ে গিয়েছে। অন্যদিকে, লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রে শাসক জোটের ভরাডুবির জন্য আরএসএস সহ বিজেপির একাংশ যেভাবে অজিতকে দায়ী করেছে, তা নিয়েও পাল্টা আক্রমণের পথে হাঁটতে শুরু করেছেন অজিত পাওয়ার গোষ্ঠীর নেতারা। 
মহারাষ্ট্রে ১৫টি আসনে লড়ে সাতটি আসনে জিতেছে সিন্ধের শিবসেনা। গত বুধবার শিবসেনার প্রতিষ্ঠা দিবসে প্রাক্তন মন্ত্রী ও সিন্ধে গোষ্ঠীর নেতা রামদাস কদম বলেন, ‘লোকসভা নির্বাচনে আমাদের কয়েকজন প্রার্থীকে বদলে দিতে বাধ্য করেছিল বিজেপি। যদি তা না হতো, তাহলে আমরা আরও বেশি আসনে জিততাম। আমি সিন্ধের কাছে আবেদন করছি যে, আমাকে দিল্লিতে নিয়ে চলুন। আমি বিজেপির হাই কম্যান্ডের কাছে বিধানসভার জন্য ১০০টি আসন চাইব। আমি নিশ্চিত যে, ৯০টি আসনে জিতব।’ উল্লেখযোগ্যভাবে কদমের বক্তব্যের সময় মঞ্চে উপস্থিত সিন্ধেকে মুচকি হাসতে ও সম্মতি জানাতে দেখা যায়। অন্যদিকে, অজিত পাওয়ার গোষ্ঠীর বিধায়ক অমল মিতকারির বক্তব্য, ‘লোকসভার ফলপ্রকাশের পর সুচারুভাবে প্রচার করা হল যে মহাজুতি জোটের খারাপ ফলের জন্য আমাদের নেতা (অজিত) দায়ী। এটা ঠিক নয়। এটা সকলের যৌথ দায়িত্ব। হয়তো কিছু পরিকল্পনা করেই এই খবর ছড়ানো হয়েছিল।’ অমলের এই বক্তব্যে পাশে দাঁড়িয়েছেন শারদ পাওয়ারপন্থী এনসিপির বিধায়ক জীতেন্দ্র আওহাদ। তিনি বলেন, ‘বিজেপি সব কিছু অজিতের দিকে ঠেলে তাঁকে হারের দায় নিতে বাধ্য করছে। এনসিপির সদস্য ও নেতাদের বিজেপির পরিকল্পনা বোঝা উচিত।’
3Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আর্থিক উন্নতি ও গৃহসুখ বৃদ্ধি। বস্ত্রাদি ও বিবিধ অলঙ্কারাদি ব্যবসার গতি বৃদ্ধি ও মানসিক তৃপ্তি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১১০.২৬ টাকা১১৩.৮৫ টাকা
ইউরো৯১.৭১ টাকা৯৪.৯১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা