দেশ

অসমের বন্যা পরিস্থিতি উদ্বেগজনক

গুয়াহাটি ও নয়াদিল্লি (পিটিআই): দিন দিন খারাপের দিকে যাচ্ছে অসমের বন্যা পরিস্থিতি। কোপিলি, বরাক, কুশিয়ারা সহ একাধিক নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। ক্ষতিগ্রস্ত একাধিক বাঁধ, রাস্তা ও ব্রিজ। গত কয়েকদিন ধরে টানা বৃষ্টির কারণে পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। ঝড়বৃষ্টি ও বন্যার জেরে ১৯টি জেলায় ক্ষতিগ্রস্তের সংখ্যা চার লক্ষ ছাড়িয়েছে। দ্রুত উদ্ধারকাজ ও ত্রাণের জন্য শুক্রবার অসম সরকারের কাছে আর্জি জানিয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তিনি চান, মৃতদের পরিবারকে যত শীঘ্র সম্ভব আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থাও যেন করা হয়। ‘এক্স’ হ্যান্ডলে প্রিয়াঙ্কা আরও লিখেছেন, ‘কংগ্রেসের কর্মী ও নেতাদের কাছে অনুরোধ করছি, অসমে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান। ওদের সর্বতোভাবে সাহায্য করুন।’
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী দু’দিন অসমের অধিকাংশ এলাকায় হাল্কা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হবে। কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত জেলাগুলি হল বাজালি, বক্সা, বরপেটা, বিশ্বনাথ, কাছাড়, দারাং, গোয়ালপাড়া, হাইলাকান্দি, হোজাই, কামরূপ, করিমগঞ্জ, কোকরাঝাড়, লখিমপুর, নওগাঁও, নলবাড়ি, সোনিতপুর, দক্ষিণ সালমারা, তামুলপুর এবং উদালগুড়ি। পরিস্থিতির সবচেয়ে বেশি অবনতি হয়েছে করিমগঞ্জ জেলায়। ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় আড়াই লক্ষ মানুষ। সূত্রের খবর, চলতি বছরে অসমে বন্যা, ধস ও ঝড়ে মারা গিয়েছেন ৩৬ জন। পরিস্থিতির মোকাবিলায় সারা জেলায় এখনও পর্যন্ত ১০০টির বেশি শিবির খোলা হয়েছে। তাতে আশ্রয় নিয়েছেন ১৪ হাজারেরও বেশি মানুষ। রাজ্য প্রশাসন জানিয়েছে, পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে।
3Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আর্থিক উন্নতি ও গৃহসুখ বৃদ্ধি। বস্ত্রাদি ও বিবিধ অলঙ্কারাদি ব্যবসার গতি বৃদ্ধি ও মানসিক তৃপ্তি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১১০.২৬ টাকা১১৩.৮৫ টাকা
ইউরো৯১.৭১ টাকা৯৪.৯১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা