বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

ডিভোর্সের নথি না দেখাতে পারলে ফিরিয়ে দিতে হবে আবাসের টাকা

নিজস্ব প্রতিনিধি, তমলুক: হয় ডিভোর্সের নথি পেশ করতে হবে, না হলে আবাসের টাকা ফেরাতে হবে। দু’টোর যে কোনও একটি করতে হবে বলে নন্দীগ্রাম-১ ব্লকের ভাঙাবেড়ার সাইমা বিবিকে জানিয়ে দিলেন বিডিও সৌমেন বণিক। শুক্রবার সাইমাকে বিডিও অফিসে ডেকে পাঠানো হয়েছিল। সেখানে ৫৬ বছর বয়সি ওই প্রৌঢ়ার দাবি, তাঁর সঙ্গে স্বামীর কোনও যোগ নেই। সুতরাং স্বামী শেখ সেরাজুল আগে প্রধানমন্ত্রী আবাস যোজনায় টাকা পেলেও তিনি বাংলার বাড়ি প্রকল্পে বৈধ উপভোক্তা। তাই টাকা ফেরত দেওয়ার প্রশ্ন নেই। উল্লেখ্য, নন্দীগ্রাম-১ ব্লকের সোনাচূড়া পঞ্চায়েতের ভাঙাবেড়ার সাইমা বিবি এবার আবাস উপভোক্তা হিসেবে প্রথম কিস্তির ৬০হাজার টাকা পেয়েছেন। কিন্তু, প্রশাসন খোঁজখবর নিয়ে জেনেছে, তাঁর স্বামী শেখ সেরাজুল হোসেন ২০১৭-’১৮সালে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ১লক্ষ ২০হাজার টাকা পেয়েছেন। সেই টাকায় তিনি পাকা বাড়ি বানিয়েছেন। খেজুরি-২ ব্লকে মানসিংহবেড় গ্রামে সেরাজুল সাহেবের বাড়ি। যদিও তালপাটি খালের অন্যপাড়ে ভাঙাবেড়ায় সেরাজুল ও সাইমা বিবিদের একটি জায়গা রয়েছে। বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী থাকাকালীন নন্দীগ্রামে এসে কয়েকজনের হাতে পাট্টা তুলে দিয়েছিলেন। সেই পাট্টা প্রাপকদের তালিকায় সাইমা বিবিও ছিলেন। সেই জায়গায় এবার বাংলার বাড়ি প্রকল্পে পাকা বাড়ি তৈরির জন্য টাকা পেয়েছেন সাইমা। একই পরিবারের স্বামী ও স্ত্রী সরকারি আবাস যোজনায় আলাদাভাবে টাকা পেতে পারেন না। তাই সাইমা বিবির বিষয়টি জানাজানি হতেই নন্দীগ্রাম-১ বিডিও খেজুরি-২ ব্লকের বিডিওকে চিঠি দিয়ে শেখ সেরাজুল প্রধানমন্ত্রী আবাস যোজনায় ১লক্ষ ২০হাজার টাকা পেয়েছিলেন কি না জানতে চান। সেইসঙ্গে সাইমা সেরাজুলের স্ত্রী কি না সেটাও জানতে চান। গত ২৪ফেব্রুয়ারি খেজুরি-২ বিডিও এনিয়ে নন্দীগ্রাম-১ বিডিওকে রিপোর্ট দেন। তাতে জানানো হয়, সেরাজুলের নামে প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি বরাদ্দ হয়েছিল। সেই টাকায় তিনি বাড়ি বানিয়েছেন। সাইমা বিবি সেরাজুলের স্ত্রী বলেও রিপোর্টে জানানো হয়।
এরপরই নন্দীগ্রাম-১ ব্লক প্রশাসন সাইমা বিবিকে নোটিস পাঠায়। তাঁকে বিডিও অফিসে তলব করে টাকা ফেরতের বিষয়টি জানানো হয়। বিডিও অফিসে এসে সাইমা জানান, স্বামীর সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। তাঁদের মধ্যে ডিভোর্স হয়ে গিয়েছে। এরপরই বিডিও ডিভোর্স সংক্রান্ত নথি চান। কিন্তু, সাইমা নথি দেখাতে পারেননি। তারপরই য়েকদিনের মধ্যে ডিভোর্সের নথি দেখানোর জন্য তাঁকে নির্দেশ দেওয়া হয়েছে। তা না হলে আবাসের প্রথম কিস্তির টাকা ফেরাতে হবে বলে জানিয়ে দেন। স্থানীয় সোনাচূড়া পঞ্চায়েতের উপপ্রধান আশিস মণ্ডলের গ্রাম সংসদের মধ্যেই সাইমার ওই কাঁচাবাড়ি রয়েছে। আশিসবাবু বলেন, সেরাজুলের সঙ্গে সাইমার ডিভোর্স হয়নি। খালের দু’পাড়ে ওদের দু’টি জায়গা রয়েছে। স্বামী-স্ত্রী দু’জনে আবাসে দু’বার সুবিধা নিয়ে দু’জায়গায় পাকা বাড়ি বানাতে চাইছেন। নন্দীগ্রাম-১ বিডিও সৌমিন বণিক বলেন, গত মঙ্গলবার সাইমা বিবিকে নোটিস পাঠানো হয়েছিল। তিনি শুক্রবার অফিসে আসেন। সেরাজুলের সঙ্গে তাঁর ডিভোর্স হয়েছে বলে দাবি করেন। যদিও কোনও নথি দেখাতে পারেননি।
22h 22m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পুরনো রোগ বৃদ্ধি পাওয়ায় স্বাভাবিক কাজকর্ম, চলাফেরায় বাধার সৃষ্টি হতে পারে। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৮ টাকা৮৮.৪২ টাকা
পাউন্ড১০৮.১৯ টাকা১১১.৯৮ টাকা
ইউরো৮৯.১৬ টাকা৯২.৫৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
2nd     March,   2025
দিন পঞ্জিকা