বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

রমজান মাসের প্রথমদিনই ফলের দাম হঠাৎই ঊর্ধ্বমুখী 

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: রমজান মাসের প্রথমদিন থেকেই ফলের দাম আকাশছোঁয়া। ইতিমধ্যে কলা, আপেল, পেঁপে থেকে শুরু করে একাধিক ফলের দাম অনেকটাই বেড়েছে। ফল কিনতে গিয়ে সাধারণ মানুষকে হিমশিম খেতে হচ্ছে। ফল ব্যবসায়ীরা জানাচ্ছেন, জোগানের ওপর নির্ভর করে ফলের দাম ওঠানামা করে। জোগান স্বাভাবিক হলেই ফলের দাম ফের স্বাভাবিক হয়ে যাবে। যদিও অভিযোগ উঠছে, রমজান মাসে ফলের চাহিদা বেশি থাকায় প্রতিবছরই দাম বাড়ানো হয়। ফলের মূল্যবৃদ্ধি রুখতে সাধারণ মানুষ প্রশাসনিক নজরদারির দাবি করছেন। সিউড়ির মহকুমা শাসক সুপ্রতীক সিনহা বলেন, আমরা পরিস্থিতির উপর নজর রাখছি। মাঝেমধ্যেই বিভিন্ন বাজারে অভিযান চালানো হবে। শুধু ফলের ক্ষেত্রে নয়, সব্জির দামেও নজর রয়েছে। যদি কোনও ব্যবসায়ী অসত্ উপায়ে উপার্জনের চেষ্টা করেন, সেক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।  
সিউড়ি শহরের বেসরকারি বাস স্ট্যান্ড চত্বরের বাজার থেকে শুরু করে এসপি মোড় সংলগ্ন এলাকা সহ বিভিন্ন বাজারে ফলের দাম ঊর্ধ্বমুখী। রবিবার প্রতি কেজি আপেল ১৫০ টাকার পরিবর্তে প্রায় ২০০ টাকায় বিক্রি হচ্ছে। পেঁপে ৫০ টাকার বদলে ৭০ টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। ডজন প্রতি কলার দাম একলাফে ২০ টাকা বেড়েছে। একইভাবে একাধিক ফলের দাম একলাফে অনেকটাই বেড়ে গিয়েছে। সাধারণ মানুষের পকেটে টান পড়তে শুরু করেছে। তাঁদের একাংশের আশঙ্কা, দ্রুত প্রশাসনের তরফে কড়া পদক্ষেপ করা না হলে দাম আরও বাড়তে পারে। 
শহরের বেসরকারি বাস স্ট্যান্ড চত্বরের এক ফল বিক্রেতা বলেন, প্রতি বছরই এই সময় ফলের দাম আচমকাই বেড়ে যায়। এবছরও বেশকিছু ফলের দাম বেড়েছে। বিক্রেতা মাধব মণ্ডল বলেন, আপেল থেকে শুরু করে পেঁপে, কলা সহ একাধিক ফলের দাম কিছুটা বেড়েছে। তবে আঙুর, মোসাম্বি সহ কয়েকটি ফলের দাম স্বাভাবিক রয়েছে। ফলের দাম বেড়ে যাওয়ায় বিক্রিও তুলনামূলক কম হচ্ছে। আমরাও অনেকটাই সমস্যার মুখোমুখি হয়েছি। ক্রেতা মহম্মদ শরিফ কাদরি বলেন, শনিবার বিকালে এসপি মোড় এলাকা থেকে ফল কিনেছিলাম। কলা অনেকটাই সস্তা ছিল। আজ হঠাৎ করেই ফলের দাম বেড়ে গেল। প্রতিবছরই এভাবে ফলের দাম বেড়ে যায়। খুবই সমস্যায় পড়তে হচ্ছে আমাদের। প্রশাসনের নজর দেওয়া উচিত। রাতারাতি ফলের দাম বাড়ায় সতর্ক রয়েছে বীরভূম জেলা পুলিসের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। জানা গিয়েছে, আচমকাই ফলের মূল্য বৃদ্ধি রুখতে আগামীতে শহরের বিভিন্ন বাজারে অভিযান চালানো হতে পারে। • নিজস্ব চিত্র
9h 9m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পুরনো রোগ বৃদ্ধি পাওয়ায় স্বাভাবিক কাজকর্ম, চলাফেরায় বাধার সৃষ্টি হতে পারে। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৮ টাকা৮৮.৪২ টাকা
পাউন্ড১০৮.১৯ টাকা১১১.৯৮ টাকা
ইউরো৮৯.১৬ টাকা৯২.৫৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
2nd     March,   2025
দিন পঞ্জিকা