বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

টুকলি রুখতে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি 

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: হলে ঢোকার আগে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করা হবে ছাত্রছাত্রীদের। নকল বন্ধ করতে অনেক আগেই পরীক্ষার হলে মোবাইলের ব্যবহার বন্ধ করা হয়েছিল। তারপরও পড়ুয়াদের একাংশ অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রশ্নপত্র ফাঁস করা চেষ্টা চালায়। সেই কারণে এবার মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করার সিদ্ধান্ত হয়েছে। গতবছর স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্রগুলিতে এই মেশিন ব্যবহার করা হয়েছিল। এবার তা সব কেন্দ্রেই ব্যবহার করা হবে। শিক্ষক এবং অশিক্ষক কর্মীরা হলের বাইরে এই মেশিন হাতে দাঁড়িয়ে থাকবেন। পুলিস কর্মীদের উপস্থিতিতে তল্লাশি চালানো হবে। তবে পুলিসকর্মী বা আধিকারিকরা তল্লাশি চালাবেন না। ‘পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ শাস্তিযোগ্য অপরাধ’-লেখা পোস্টার পরীক্ষা কেন্দ্রের মূল গেটের সামনে লাগানো থাকবে। উচ্চ মাধ্যমিকের জয়েন্ট কনভেনার অতনু নায়েক বলেন, সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রেই মেটাল ডিটেক্টর পাঠানো হয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার জেলা উপদেষ্টা মণ্ডলীর সদস্য অমিত ঘোষ বলেন, কোনও ধরনের ইলেক্ট্রনিক্স সামগ্রী নিয়ে হলে ঢোকা যাবে না। প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, প্রতিটি পরীক্ষাকেন্দ্রে পানীয় জল বা অন্যান্য সুযোগ সুবিধা রাখা হয়েছে। পরীক্ষা শুরু হওয়ার এক ঘণ্টা আগে হল খোলা হবে। প্রশ্নপত্রও ছাত্রছাত্রীদের সামনেই খোলা হবে। মাধ্যমিক পরীক্ষার সময় নিষেধাজ্ঞা থাকার পরও কয়েকজন ছাত্রছাত্রী মোবাইল নিয়ে হলে ঢোকার চেষ্টা করেছিল। তাদের সতর্ক করা হয়। হলে ঢোকার আগে তারা ধরা পড়ে। পরীক্ষা চলাকালীন কারও কাছে থেকে মোবাইল উদ্ধার হলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। প্রয়োজনে পরীক্ষা বাতিল করা হবে। মাধ্যমিকের মতো মুর্শিদাবাদ, মালদহ, উত্তর দিনাজপুরের বেশ কয়েকটি পরীক্ষাকেন্দ্রের উপর বাড়তি নজরদারি চালানোর সিদ্ধান্ত হয়েছে। পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পরীক্ষার্থীদের যাতে কোনও সমস্যা না হয় সেব্যাপারে পুলিস এবং পরিবহণ দপ্তরকে সবরকম ব্যবস্থা করার নির্দেশ শীর্ষস্তর থেকে দেওয়া হয়েছে। কোনও পরীক্ষার্থী রাস্তায় আটকে গেলে তাকে দ্রুত পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য বলা হয়েছে। যেসব রাস্তায় হাতি বা বন্যপ্রাণী যাতায়াত করে সেসব এলাকায় গাড়ির বন্দোবস্ত করার জন্য বলা হয়েছে। পরীক্ষার্থীরা আসতে না পারলে তাদের অন্য পথে আনার বন্দোবস্ত করার জন্য বলা হয়েছে। অসুস্থ ছাত্রছাত্রীদের পরীক্ষা দেওয়ার জন্য আলাদা ব্যবস্থা করা হচ্ছে। এক আধিকারিক বলেন, এবারও ছাত্রের তুলনায় ছাত্রীরাই বেশি সংখ্যায় পরীক্ষায় বসছে। পরীক্ষা হলে ঢোকার সময় ছাত্র এবং ছাত্রীদের আলাদাভাবে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করা হবে। শিক্ষিকা বা মহিলা কর্মীরা ছাত্রীদের পরীক্ষা করবেন। সবটাই হবে পুলিস কর্মীদের উপস্থিতিতে। পরীক্ষা কেন্দ্রগুলিতে মহিলা পুলিসকর্মীও মোতায়েন থাকছে।   বর্ধমানে সি এম এস স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিট নম্বর দেওয়া হচ্ছে।-নিজস্ব চিত্র
9h 9m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পুরনো রোগ বৃদ্ধি পাওয়ায় স্বাভাবিক কাজকর্ম, চলাফেরায় বাধার সৃষ্টি হতে পারে। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৮ টাকা৮৮.৪২ টাকা
পাউন্ড১০৮.১৯ টাকা১১১.৯৮ টাকা
ইউরো৮৯.১৬ টাকা৯২.৫৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
2nd     March,   2025
দিন পঞ্জিকা