বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

নবদ্বীপে মহিলা তৃণমূল কর্মীদের ভোটার লিস্ট খতিয়ে দেখার নির্দেশ

সংবাদদাতা, নবদ্বীপ: কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শাসকদলের কর্মীদের নির্দেশ দিয়েছিলেন, প্রতিটি বুথে ভোটার লিস্ট খতিয়ে দেখতে হবে। এবার নবদ্বীপের চরমাজদিয়া-চরব্রহ্মনগর পঞ্চায়েতে তৃণমূল মহিলা কংগ্রেসের অঞ্চল সম্মেলনে একই নির্দেশ দেওয়া হল। সেইসঙ্গে তাঁদের নিজ নিজ এলাকায় জনসংযোগ বাড়াতেও বলা হয়েছে।
এদিন চরমাজদিয়া নিউ অগ্রগামী অ্যাথলেটিক ক্লাবের মাঠে মহিলা তৃণমূলের সম্মেলন আয়োজিত হয়। সম্মেলন শুরুর আগে জাতীয় পতাকা উত্তোলন করেন নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান তথা শাসকদলের রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার অন্যতম সাধারণ সম্পাদক বিমানকৃষ্ণ সাহা। নবদ্বীপ ব্লক মহিলা তৃণমূল সভানেত্রী রিনা দাস দলীয় পতাকা উত্তোলন করেন। সম্মেলনে মহিলা তৃণমূলের রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার সভানেত্রী তথা জেলা পরিষদের সদস্যা বর্ণালী দে রায় উপস্থিত ছিলেন।
বর্ণালীদেবী বলেন, এই অঞ্চলে শুধুমাত্র মহিলা তৃণমূলের এত বড় সম্মেলন এর আগে হয়নি। এখানকার নেতৃত্ব পুণ্ডরীকাক্ষ সাহা ও বিমানকৃষ্ণ সাহা আমাদের অভিভাবক। কর্মীদের বুথে বুথে গিয়ে ভোটার তালিকা দেখতে বলা হয়েছে। কোনও অপরিচিত নাম পেলে খোঁজখবর নিয়ে নেতৃত্বকে জানাতে হবে। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এই নির্দেশই দিয়েছেন। সেটাই কর্মীদের কাছে পৌঁছে দেওয়া হল।
চরমাজদিয়া-চরব্রহ্মনগর পঞ্চায়েত প্রধান স্বপন দেবনাথ বলেন, প্রায় একহাজার মহিলা তৃণমূল কর্মী সম্মেলনে অংশ নিয়েছেন। নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহা বলেন, কোনওরকম অন্তর্দ্বন্দ্ব চলবে না। বুথে বুথে ভোটার লিস্ট দেখে অপরিচিত নাম আমাদের জানাতে হবে। আমরা সেই লিস্ট নির্বাচন আধিকারিককে দেব।
সম্মেলনে নদীয়া জেলা পরিষদের সদস্য অজয় কর, কামারহাটি পুরসভার কাউন্সিলার তথা অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য(ঝিলিক), নবদ্বীপ পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জুরানি ঘোষ ও সহ-সভাপতি তাপস ঘোষ, ব্লক তৃণমূল সভাপতি কল্লোল কর সহ অন্যরা উপস্থিত ছিলেন।
9h 9m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পুরনো রোগ বৃদ্ধি পাওয়ায় স্বাভাবিক কাজকর্ম, চলাফেরায় বাধার সৃষ্টি হতে পারে। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৮ টাকা৮৮.৪২ টাকা
পাউন্ড১০৮.১৯ টাকা১১১.৯৮ টাকা
ইউরো৮৯.১৬ টাকা৯২.৫৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
2nd     March,   2025
দিন পঞ্জিকা