বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

বিদ্যুতের সাবস্টেশনে আইসোলেটর চুরি করতে গিয়ে বড়সড় অগ্নিকাণ্ড

সংবাদদাতা, রামপুরহাট: বিদ্যুতের সাবস্টেশনের আইসোলেটর চুরি করতে গিয়ে আগুনে পুড়ে মারা গেল এক চোর। শনিবার রাতে রামপুরহাটে এঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সাবস্টেশনে আগুন লেগে যাওয়ায় উচ্চমাধ্যমিক পরীক্ষার আগের দিন তারাপীঠ, রামপুরহাট সহ বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন থাকল। দমকলের দু’টি ইঞ্জিন এসে ৪৫মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। মৃতের পরিচয় জানা যায়নি। ডব্লুবিএসইটিসিএল-এর তরফে এঘটনায় রামপুরহাট থানায় জেনারেল ডায়েরি করা হয়েছে।
সাবস্টেশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রফিকুল হাসান বলেন, নিরাপত্তারক্ষীরা বাকি চোরদের তাড়া করেছিল। কিন্তু তারা পাঁচিল টপকে পালিয়ে যায়। এর আগে বেশ কয়েকবার আইসোলেটর চুরির ঘটনা ঘটেছে। যুদ্ধকালীন তৎপরতায় নতুন আইসোলেটর বসিয়ে ঘণ্টাখানেকের মধ্যে বিদ্যুৎ পরিষেবা সচল করা হয়েছে।
রামপুরহাটের মনসুবা মোড়ে তারাপীঠ যাওয়ার রাস্তার ধারে ডব্লুবিএসইটিসিএল-এর সাবস্টেশন রয়েছে। এখান থেকে রামপুরহাট শহর, তারাপীঠ সহ আশপাশের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। পর্যাপ্ত নিরাপত্তারক্ষী থাকলেও বেশ কিছুদিন ধরে এই সাবস্টেশন থেকে আইসোলেটর চুরির ঘটনা ঘটেই চলেছে। আইসোলেটর হল একটি যান্ত্রিক সুইচ, যা প্রয়োজনে সার্কিটের একটি অংশকে সিস্টেম থেকে বিচ্ছিন্ন করে। নিরাপদে সার্কিট ব্রেকার মেরামত বা প্রতিস্থাপনের জন্য সেটির উভয় প্রান্তে আইসোলেটর ব্যবহার হয়। কয়েক হাজার ভোল্টের দু’টি তারের সামান্য ফাঁকে আইসোলেটর থাকে। বেশ কিছুদিন ধরে সাবস্টেশন থেকে সেই আইসোলেটর চুরি যাচ্ছিল। ফলে ব্যাহত হচ্ছিল বিদ্যুৎ সরবরাহ। সূত্রের খবর, চোরেরা আইসোলেটর চুরি করে প্রতি পিস এক-দেড়হাজার টাকায় বিক্রি করছিল।
সংস্থার এক আধিকারিক জানান, শনিবার রাত ১টা নাগাদ সীমানাপ্রাচীরের উপরের তারের ফেন্সিং কেটে চোরের দল সাবস্টেশনে ঢোকে। নয়টি আইসোলেটর খুলেও ফেলে তারা। ১০নম্বর আইসোলেটর খুলতে গিয়েই বিপত্তি ঘটে। বিকট শব্দ করে আগুন ধরে যায়। আওয়াজ শুনে নিরাপত্তারক্ষীরা দৌড়ে এসে দেখেন, সাবস্টেশনজুড়ে অন্ধকার। তার মধ্যে দু’টি তারের মাঝখানে এক ব্যক্তি দাউদাউ করে জ্বলছে। তারেও আগুন ধরে গিয়েছে। নিরাপত্তারক্ষীদের দেখে বাকি চোরেরা পাঁচিল টপকে পালিয়ে যায়।
খবর পেয়ে তারাপীঠ ও রামপুরহাট থেকে দমকলের দু’টি ইঞ্জিন এবং পুলিস ঘটনাস্থলে পৌঁছয়। প্রায় ৪৫মিনিটের চেষ্টায় তাঁরা আগুন নেভান। মৃতদেহ নামিয়ে ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিস জানিয়েছে, মৃত ব্যক্তির বয়স ৩৫-এর কাছাকাছি। আগুনে সাবস্টেশনের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।
সাবস্টেশন চত্বরে একের পর এক চুরির ঘটনা ঘটলেও সিসি ক্যামেরা নেই। সেইসঙ্গে নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে কীভাবে চুরির ঘটনা ঘটছে-তা নিয়ে সাধারণ মানুষ প্রশ্ন তুলেছেন। ঘটনার জেরে রবিবার উচ্চমাধ্যমিকের আগেরদিন এক ঘণ্টার বেশি সময় বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ ছিল না। ফলে পরীক্ষার্থীরা সমস্যায় পড়ে।
9h 9m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পুরনো রোগ বৃদ্ধি পাওয়ায় স্বাভাবিক কাজকর্ম, চলাফেরায় বাধার সৃষ্টি হতে পারে। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৮ টাকা৮৮.৪২ টাকা
পাউন্ড১০৮.১৯ টাকা১১১.৯৮ টাকা
ইউরো৮৯.১৬ টাকা৯২.৫৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
2nd     March,   2025
দিন পঞ্জিকা