বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

সোনামুখীতে গুলিকাণ্ড পুলিসের জালে বকুল খান

সংবাদদাতা, বিষ্ণুপুর: সোনামুখীর চকাই গ্রামে তৃণমূলের বুথ সভাপতিকে গুলি করার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতের নাম বকুল খান। তার বাড়ি চকাই গ্রামে। পুলিস জানিয়েছে, ঘটনায় মূল অভিযুক্ত সেকেন্দার খান বর্তমানে বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। হাসপাতাল থেকে ছাড়া পেলেই তাকে গ্রেপ্তার করা হবে। অপর অভিযুক্তরা পলাতক। তাদের খোঁজে তল্লাশি চলছে। রবিবার বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক ধৃতের ১৪ দিনের জেল হেফাজত মঞ্জুর করেন। 
প্রসঙ্গত, সোনামুখীর চকাই গ্রামে পঞ্চায়েতের একটি ড্রেন তৈরিকে কেন্দ্র করে দুই পাড়ার মধ্যে বেশ কিছুদিন ধরে দ্বন্দ্ব চলছিল। পরিস্থিতি দেখে ড্রেন তৈরির কাজ সাময়িক স্থগিত রাখা হয়। তার পরেও সেকেন্দার খান, বকুল খান ও তাদের সাঙ্গপাঙ্গরা নিজেদের পাড়ার দিকে ড্রেন তৈরির জন্য জোর করে। তাতে বাধা দিতে যান তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি তথা ওই গ্রামেরই বাসিন্দা নাসিম শেখ। তখনই দু’পক্ষের মধ্যে বচসা হয়। উত্তেজনা চরমে উঠলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। একে অপরের দিকে যথেচ্ছভাবে ইট ছোড়ে। তখনই  সেকেন্দার খান পিস্তল বের করে পরপর দু’ রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। একটি গুলি মাথার উপর দিয়ে বেরিয়ে গেলেও অপর একটি গুলি নাসিমের পেটের চামড়া ছিঁড়ে বেরিয়ে যায়। উত্তেজিত জনতা সেকেন্দারকে ধরে বেধড়ক পেটায়। তার হাত থেকে বন্দুক মাটিতে পড়ে যায়। খবর পেয়ে গ্রামে বিশাল পুলিস বাহিনী পৌঁছে যায়। জখম নাসিম ও সেকেন্দারকে প্রথমে সোনামুখী ব্লক হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় দু’জনকেই বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বাকি অভিযুক্তদের খোঁজে পুলিস তল্লাশি চালায়। ঘটনাস্থল থেকেই একটি ওয়ান শটার বন্দুক ও এক রাউন্ড কার্তুজের খোল উদ্ধার করা হয়। রাতেই নাসিমের ভাই সেকেন্দার, বকুল সহ মোট ৭ জনের বিরুদ্ধে সোনামুখী থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে রাতে সেকেন্দারের এক সহযোগী বকুল খানকে পুলিস গ্রেপ্তার করে। রবিবার তাকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয়। পুলিস জানিয়েছে, মূল অভিযুক্ত সেকেন্দারকে হেফাজতে নিয়ে বেআইনি পিস্তল কীভাবে সে পেল তা জানবে। শনিবার থেকে গ্রামে পুলিস মোতায়েন করা হয়েছে।
শনিবার রাতে জখম বুথ সভাপতি নাসিম শেখ বলেন, পঞ্চায়েতের নির্দিষ্ট করা জায়গার পরিবর্তে অন্যত্র ড্রেন তৈরির চেষ্টা রুখতে গিয়েই আমাকে গুলি খেতে হল। অভিযুক্তরা আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকার সাধারণ মানুষকে ভয় দেখিয়ে দাদাগিরি করছে। ওদের চরম শাস্তি হওয়া প্রয়োজন।   -নিজস্ব চিত্র
9h 9m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পুরনো রোগ বৃদ্ধি পাওয়ায় স্বাভাবিক কাজকর্ম, চলাফেরায় বাধার সৃষ্টি হতে পারে। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৮ টাকা৮৮.৪২ টাকা
পাউন্ড১০৮.১৯ টাকা১১১.৯৮ টাকা
ইউরো৮৯.১৬ টাকা৯২.৫৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
2nd     March,   2025
দিন পঞ্জিকা