বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসছে ১৭ হাজার ৪৭৫ জন

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে আজ, সোমবার থেকে গোটা রাজ্যের পাশাপাশি বীরভূম জেলাতেও উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে। প্রশ্ন ফাঁস থেকে শুরু করে টুকলি রুখতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। অন্যদিকে পরীক্ষার দিনগুলিতে যাতে পরীক্ষার্থীদের কোনও সমস্যার মুখোমুখি হতে না হয় সেক্ষেত্রে জেলা পুলিসও একাধিক পদক্ষেপ নিয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে জেলাজুড়ে বাড়তি পুলিস কর্মী পথে নামানো হচ্ছে। যান নিয়ন্ত্রণের পাশাপাশি পথ নিরাপত্তা সুনিশ্চিত করতেই জেলা পুলিসের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, জেলার বিভিন্ন প্রান্তে পুলিসের তরফে একাধিক অস্থায়ী ক্যাম্পও করা হবে। মূলত পরীক্ষার্থীরা কোনও সমস্যায় পড়লে সেইসব ক্যাম্পগুলি থেকে তাদের সহযোগিতা করা হবে। জেলার পুলিস সুপার আমনদীপ বলেন, সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করাই মূল লক্ষ্য। সেই লক্ষ্যে বাড়তি পুলিস কর্মী নামানো হচ্ছে। পরীক্ষার সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে যান নিয়ন্ত্রণ করা হবে। 
এবছর বীরভূম জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৭ হাজার ৪৭৫ জন। মাধ্যমিকের মতো উচ্চমাধ্যমিকেও ছাত্রীর সংখ্যা বেশি। এবছর ৯ হাজার ৫৪০ জন ছাত্রী পরীক্ষা দিতে চলেছে। ছাত্রদের সংখ্যা তুলনামূলক অনেকটাই কম। এবছর জেলায় মোট ছাত্র সংখ্যা ৭ হাজার ৯৩৫। জেলায় মোট পরীক্ষা কেন্দ্র রয়েছে ৯০টি। গত বছরের তুলনায় এবছর একটি পরীক্ষা কেন্দ্র বেড়েছে। মোট পরীক্ষা কেন্দ্রের মধ্যে ৩০টি মেইন ভেনু রয়েছে। এছাড়াও ৯০টির মধ্যে ১৫টি ফিমেল ও ১১টি মেল পরীক্ষা কেন্দ্র হিসেবে চিহ্নিত হয়েছে। বাকি ৬৪টি পরীক্ষা কেন্দ্রে ছাত্রছাত্রী উভয় পরীক্ষার্থীই পরীক্ষা দেবে। তবে ওই ৬৪টি পরীক্ষা কেন্দ্রে ছাত্রছাত্রীদের বসার জন্য পৃথক শ্রেণি কক্ষের বন্দোবস্ত করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে প্রতিটি পরীক্ষা কেন্দ্রেই ঢোকার মুখে মেটাল ডিটেক্টরের ব্যবহার করা হবে। মূলত কোনও পরীক্ষার্থী যাতে ইলেকট্রনিক গ্যাজেট বা মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে না পারে। এছাড়াও জেলার সাতটি স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্রে বাড়তি নজরদারি রাখা হবে। আরএফডি অর্থাৎ রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টরের সাহায্য ওই পরীক্ষা কেন্দ্রগুলিতে নজরদারি চালানো হবে। সূত্রের খবর, বেশিরভাগ স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্রই আন্তঃ জেলা ও আন্তঃ রাজ্য সীমানা লাগোয়া এলাকায় অবস্থিত। 
জেলা পুলিসের তরফে জানা গিয়েছে, পরীক্ষার দিনগুলিতে জেলাজুড়ে প্রায় ৫৫০জন পুলিস কর্মী পথে থাকবেন। পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় যাতে একজন পরীক্ষার্থীও যানজটে আটকে না পড়ে। এছাড়াও জঙ্গল এলাকার রাস্তা দিয়ে যাতায়াতের ক্ষেত্রেও পুলিসের তরফে নিরাপত্তা সুনিশ্চিত করা হয়েছে। জানা গিয়েছে, সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে। চলবে ১টা বেজে ১৫ মিনিট পর্যন্ত। সেক্ষেত্রে ৯টা বেজে ৪৫মিনিটির মধ্যেই পরীক্ষার্থীদের নির্দিষ্ট কেন্দ্রে পৌঁছাতে হবে। জেলা উচ্চ মাধ্যমিকের যুগ্ম আহ্বায়ক অভিজিৎ নন্দন পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে সবরকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।  উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি সিউড়ির নেতাজি বিদ্যাভবন স্কুলে। -নিজস্ব চিত্র
9h 9m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পুরনো রোগ বৃদ্ধি পাওয়ায় স্বাভাবিক কাজকর্ম, চলাফেরায় বাধার সৃষ্টি হতে পারে। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৮ টাকা৮৮.৪২ টাকা
পাউন্ড১০৮.১৯ টাকা১১১.৯৮ টাকা
ইউরো৮৯.১৬ টাকা৯২.৫৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
2nd     March,   2025
দিন পঞ্জিকা