বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

দীঘায় জগন্নাথধামের উদ্বোধন দু’মাস পরই

সৌমিত্র দাস, কাঁথি: আর মাত্র দু’মাস। তারপর ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার শুভলগ্নে সাগরতীরে দীঘায় বাংলার নয়া তীর্থভূমি জগন্নাথধাম ও সংস্কৃতি কেন্দ্রের উদ্বোধন। তার আগের দিন ২৯ এপ্রিল মন্দিরের প্রাণপ্রতিষ্ঠা হবে। সেদিন থেকেই শুরু হবে হোমযজ্ঞ ও অন্যান্য অনুষ্ঠান। ২০০ কোটিরও বেশি টাকা ব্যয়ে নির্মিত জগন্নাথধাম উদ্বোধন ও অন্যান্য অনুষ্ঠান নির্বিঘ্নে করতে সর্বস্তরেই প্রস্তুতি চলছে জোরকদমে। বৃহস্পতিবার নবান্নে মন্দির পরিচালনার জন্য গঠিত ট্রাস্টি বোর্ডের সদস্যদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আয়োজন এবং প্রস্তুতিতে  যাতে কোনও ফাঁক না থাকে, সেই লক্ষ্যে বেশকিছু পরিকল্পনা তুলে ধরার পাশাপাশি প্রয়োজনীয় নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। শুক্রবারই জগন্নাথধামের কাজকর্ম পরিদর্শন এবং ট্রাস্টি বোর্ড ও মন্দির নির্মাণকারী সংস্থা হিডকোর আধিকারিকদের সঙ্গে বৈঠক করে গিয়েছেন পুরীর জগন্নাথদেবের মন্দিরের প্রধান রাজেশ দৈতাপতি।
উল্লেখ্য, ২২ একর জায়গাজুড়ে পুরীর মতোই জগন্নাথদেবের ৬৫ মিটার উঁচু মূল মন্দির নির্মাণের কাজ শেষ হয়েছে। পাশাপাশি অন্যান্য মন্দির, ভোগঘর, সিংহদুয়ার, অরুণস্তম্ভ, বিশ্রামকক্ষের নির্মাণকাজ শেষের পথে। মন্দিরের চারদিকে নতুন করে গাছ রোপণ করা হচ্ছে। নরম ঘাস বসানোর কাজ শুরু হয়েছে। মূল মন্দিরের সামনে চৈতন্যদ্বার তৈরির কাজ শুরু হয়েছে। মন্দিরের পিছন দিকে বাইপাস পর্যন্ত নতুন রাস্তা তৈরি হচ্ছে। অন্যদিকে, ৭৪ লক্ষ টাকা ব্যয়ে প্রস্তাবিত মাসির বাড়ির (আদি জগন্নাথ মন্দির) পরিকাঠামো উন্নয়নের কাজ শুরু হয়েছে। এর আগে দীঘার মূল রাস্তা থেকে আদি মন্দির পর্যন্ত রাস্তা সম্প্রসারণ করা হয়েছে। মন্দিরে প্রবেশপথে তোরণ নির্মাণের কাজ চলছে। মন্দিরের পাশে ডিএসডিএ’র তরফে বড়সড় স্টল নির্মাণের কাজ শুরু হয়েছে। আগত পুণ্যার্থীদের স্নানের সুবিধার কথা মাথায় রেখে দু’টি মন্দিরের সোজাসুজি সমুদ্রতীরে দু’টি ঘাট তৈরির কাজ চলছে। এছাড়া অন্যান্য কাজ চলছে জোরকদমেই।   
জানা গিয়েছে, জগন্নাথধামের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। উদ্বোধন অনুষ্ঠানে কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজনীতিবিদ, শিল্পপতি, চিত্রতারকাকে আমন্ত্রণ জানানো হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে আগত দর্শনার্থী ও সাধারণ মানুষের নিরাপত্তার জন্য সবরকম ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। কয়েকদিন আগে দীঘায় জেলা পুলিস, জেলা প্রশাসন, হিডকোর আধিকারিকদের উপস্থিতিতে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জগন্নাথধাম উদ্বোধন উপলক্ষ্যে কোথায়, কত পুলিস মোতায়েন করা হবে, কোথায় এত গাড়ি পার্কিং করা হবে, উদ্বোধনের সময় মানুষ কোথায় দাঁড়াবেন, সেব্যাপারে আলোচনা হয়।  বর্তমানে মন্দির চত্বরে ১৫টি সিসিটিভি রয়েছে। আগামী দিনে বেশ কিছু  গুরুত্বপূর্ণ জায়গায় সিসিটিভি লাগানোর সিদ্ধান্ত হয়েছে। জেলা পুলিস সুপার সৌম্যদীপ ভট্টাচার্য বলেন, উদ্বোধন উপলক্ষ্যে মন্দির সংলগ্ন এলাকার নিরাপত্তা সুদৃঢ় করতে যা যা করার প্রয়োজন, তা করা হবে। কঠোর নিরাপত্তার স্বার্থে প্রযুক্তির সব সুবিধা নেওয়া হবে। এদিকে অতিথিদের থাকার জন্য উপযুক্ত হোটেল খোঁজার দায়িত্ব দেওয়া হয়েছে ডিএসডিএ কর্তৃপক্ষকে। ২৭ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত বেশকিছু হোটেলের সমস্ত ঘর বুক করা হচ্ছে প্রশাসনের তরফে। দীঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী বলেন, মাঝে দোল এবং পয়লা বৈশাখের ছুটির জন্য বুকিং তো রয়েছেই, পাশাপাশি জগন্নাথধাম উদ্বোধনের কথা মাথায় রেখে আগাম হোটেল বুকিং শুরু হয়েছে। প্রশাসনের নির্দেশ মেনে হোটেল বুকিং করা হচ্ছে। জেলাশাসক পূর্ণেন্দু মাজী বলেন, সমস্ত কাজই শেষ পর্বে। এখন উদ্বোধনের প্রস্তুতি শুরু হয়েছে। দর্শনার্থীদের ভিড়ের কথা মাথায় রেখে যা যা ব্যবস্থা নেওয়া প্রয়োজন, সেই পরিকাঠামো তৈরির কাজ চলছে।  সেজে উঠছে দীঘার জগন্নাথ মন্দির।-নিজস্ব চিত্র
9h 9m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পুরনো রোগ বৃদ্ধি পাওয়ায় স্বাভাবিক কাজকর্ম, চলাফেরায় বাধার সৃষ্টি হতে পারে। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৮ টাকা৮৮.৪২ টাকা
পাউন্ড১০৮.১৯ টাকা১১১.৯৮ টাকা
ইউরো৮৯.১৬ টাকা৯২.৫৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
2nd     March,   2025
দিন পঞ্জিকা