বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

রঘুনাথপুরে ‘দিদি কাপ’ নকআউট ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে উন্মাদনা তুঙ্গে

সংবাদদাতা, রঘুনাথপুর: শনিবার রঘুনাথপুর-২ ব্লকে ‘দিদি কাপ’ নকআউট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হল। ইয়ুথ সোসাইটির পরিচালনায় এবং জেলা পরিষদ সদস্য অভিজিৎ মুখোপাধ্যায়ের উদ্যোগে  মৌতড় তরুণ সঙ্ঘ ময়দানে খেলাটি হয়। এদিন খেলা দেখতে বহু মানুষ ভিড় করে। আইপিএলের ধাঁচে এই খেলা হয়। পুরস্কার বিলির অনুষ্ঠানে রঘুনাথপুর কলেজের পরিচালন সমিতির সভাপতি সৌমেন বেলথরিয়া, প্রাক্তন বিধায়ক উমাপদ বাউরি, রঘুনাথপুর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি রিম্পা চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।
এই টুর্নামেন্টে আটটি দল অংশগ্রহণ করেছিল। ফাইনালে গোপীনাথপুর বনাম একেজি চেলিয়ামা অটোমোবাইল মুখোমুখি হয়। ২৫ রানে হারিয়ে একেজি চেলিয়ামা অটোমোবাইল চ্যাম্পিয়ন হয়। ফাইনালে জয়ী দলকে এক লক্ষ টাকার চেক ও ট্রফি এবং পরাজিত দলকে ৬০ হাজার টাকার চেক ও ট্রফি তুলে দেওয়া হয়। প্লেয়ার অব দ্য ম্যাচকে এলইডি টিভি দেওয়া হয়। এছাড়া ম্যান অব দ্যা ম্যাচ, ম্যান অব দ্যা সিরিজ, বেস্ট বোলার, ফিল্ডার, ব্যাটারকে পুরস্কৃত করা হয়েছে। দর্শকদের জন্যও বিশেষ পুরস্কার রাখা হয়েছিল। এদিনের খেলাকে ঘিরে রীতিমতো মেলা বসে যায়।
জেলা পরিষদ সদস্য অভিজিৎবাবু বলেন, এলাকায় মাঠ থাকলেও যুবকদের খেলার প্রতি তেমন উৎসাহ নেই। তাই এলাকার যুব সমাজকে মাঠমুখী করে তুলতে এই বিশেষ টুর্নামেন্টের আয়োজন করা হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুব সমাজকে খেলার প্রতি আগ্রহ বাড়াতে নানা পরিকল্পনা ও প্রকল্প হাতে নিয়েছেন। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমরা ২০২৪ সালে ‘দিদি কাপ’ ক্রিকেট টুর্নামেন্টে শুরু করি।
22h 22m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পুরনো রোগ বৃদ্ধি পাওয়ায় স্বাভাবিক কাজকর্ম, চলাফেরায় বাধার সৃষ্টি হতে পারে। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৮ টাকা৮৮.৪২ টাকা
পাউন্ড১০৮.১৯ টাকা১১১.৯৮ টাকা
ইউরো৮৯.১৬ টাকা৯২.৫৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
2nd     March,   2025
দিন পঞ্জিকা