বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

হলদিয়ার চাউলখোলা অলস্টার ক্লাবের রক্ষাকালী পুজোয় মাতোয়ারা বাসিন্দারা

সংবাদদাতা, হলদিয়া: হলদিয়ার চাউলখোলা অলস্টার ক্লাবের রক্ষাকালী পুজো ও ৩৩তম বার্ষিক মিলনোৎসব ঘিরে আনন্দে মেতেছে কয়েকটি গ্রামের মানুষ। এবছর ৩৩তম বর্ষে উৎসবের সঙ্গে চারদিন ধরে বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে অনুষ্ঠান। রবিবার পর্যন্ত তা চলবে। 
বৃহস্পতিবার ক্লাবের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির, রক্তদান শিবির এবং ফলের চারাগাছ বিলি হয়। হলদিয়া মেডিক্যাল কলেজ, বিসি রায় হাসপাতাল ও হলদিয়া ইন্সটিটিউট অব ডেন্টাল সায়েন্স অ্যান্ড রিসার্চের সহযোগিতায় দু’শতাধিক মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। শিবির থেকে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে। ওইদিন সুতাহাটার বাসুলিয়া-পূর্ব শ্রীকৃষ্ণপুর যুব সঙ্ঘের মাসিক রেডিমেড পোশাক দেওয়া প্রকল্পে চাউলখোলা, গেঁওয়াডাব, বড়বাড়ি গ্রামের ৬০জন দুঃস্থ শিশু ও বৃদ্ধের হাতে নতুন পোশাক তুলে দেওয়া হয়। সারারাত ধরে চলে রক্ষাকালী মায়ের পুজো। শুক্রবার দুপুরে বিভিন্ন গ্রামের কয়েক হাজার মানুষকে অন্নভোগ খাওয়ানো হয়। আজ, শনিবার দিনভর কচিকাঁচাদের জন্য নানা ধরনের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। রাতে অনুষ্ঠিত হবে যাত্রাপালা ‘চাঁদ জেগে আছে’। রবিবার সমাপ্তি দিনে অঙ্কন, আবৃত্তি, ছদ্মবেশ প্রতিযোগিতার পাশাপাশি রাতে বড় মাপের বিচিত্রানুষ্ঠান হবে। উপস্থিত থাকবেন সিরিয়ালের শিল্পী। 
ক্লাবের সম্পাদক অনুপকুমার পাঁজা বলেন, শুধু পুজো নয় আমাদের প্রধান লক্ষ্য মানুষ কাজ করা। সারাবছর ধরে আমরা বিভিন্ন ধরনের সামাজিক কাজ করে থাকি। এলাকার মহিলাদের স্বনির্ভর করতে বিভিন্ন প্রশিক্ষণ শিবিরের উদ্যোগ নেওয়া হবে। 
ক্লাব কমিটির যুগ্ম সভাপতি ধনঞ্জয় পাঁজা ও কানাইলাল দাস বলেন, এবছর পুজোর প্রধান আকর্ষণ ১৫ ফুট উচ্চতার কালী প্রতিমা। মহিষাদলের ইচ্ছাপুর থেকে বাদ্যযন্ত্র সহযোগে শোভাযাত্রা করে প্রতিমা আনা হয়েছে।-নিজস্ব চিত্র
20h 20m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশাদারি কর্মের প্রসার ও উন্নতির যোগ। চিকিৎসক, উকিল, হস্তশিল্পীদের পক্ষে দিনটি অনুকূল। অর্থ উপার্জন ভালো...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৬.৫৩ টাকা৮৮.২৭ টাকা
পাউন্ড১০৮.২৮ টাকা১১২.০৬ টাকা
ইউরো৮৯.২৬ টাকা৯২.৬৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা