বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

দোলযাত্রার আগেই নবদ্বীপে বসছে ৬০টি সিসি ক্যামেরা

সংবাদদাতা, নবদ্বীপ: দোলের আগেই নবদ্বীপের বিভিন্ন এলাকায় বাড়তি ৬০টি সিসি ক্যামেরা লাগানো হবে। দোল উৎসবে নবদ্বীপ ও মায়াপুরে নতুন ও পুরনো মিলিয়ে প্রায় দেড়শো সিসি ক্যামেরা নজর রাখবে। ওই সময় আসা প্রচুর পুণ্যার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিস এই ব্যবস্থা নিচ্ছে। ১৪ মার্চ, শুক্রবার দোলপূর্ণিমা। সেদিনই গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি। শুক্রবার সকালে দোল উৎসব ও রমজান মাসে সুষ্ঠুভাবে পালনের ব্যবস্থা করতে নবদ্বীপ থানায় সমন্বয় সভা হল। সেখানে নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহা, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তাপস ঘোষ, বিদ্যুৎ, দমকল, রেলের জিআরপি, ফেরিঘাট কর্তৃপক্ষ ছাড়াও টোটোচালক সংগঠন, বিভিন্ন মঠ-মন্দিরের প্রতিনিধি ও ইমামরা উপস্থিত ছিলেন। নবদ্বীপ শহর, মায়াপুর ও স্বরূপগঞ্জ ফেরিঘাট সহ এই থানার নানা এলাকায় এখন ৮২টি সিসি ক্যামেরা রয়েছে। আরও ৬০টি সিসি ক্যামেরা বসানো হবে। নবদ্বীপ থানা থেকেই মোট ১৪২টি সিসি ক্যামেরা মনিটরিং করা হবে। জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর বলেন, ফেরিঘাটে কোথায় সিসি ক্যামেরা লাগবে, তা জানাতে বলা হয়েছে। পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বলেছেন, মায়াপুরে কোথায় কোথায় সিসি ক্যামেরা প্রয়োজন, সেবিষয়ে পঞ্চায়েত সমিতি সহযোগিতা করবে।
দোলের সময় মায়াপুরের তিন জায়গায় পুলিস সহায়তা শিবির করা হবে। সেখান থেকে গাইড ম্যাপ ও পানীয় জলের পাউচ বিতরণ করা হবে। সাদা পোশাকে পুলিস মোতায়েন থাকবে। ইভটিজিং রুখতে মহিলা পুলিসও থাকবে। জলপথে বিভিন্ন ফেরিঘাটে স্পিডবোট নিয়ে নজরদারি চালাবেন জেলা বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। এসময় যেহেতু উচ্চমাধ্যমিক পরীক্ষা চলবে, তাই সব জায়গায় যাতে শব্দবিধি মেনে মাইক ব্যবহার করা হয়-সেদিকেও পুলিস নজর রাখে। মায়াপুরের রাস্তার বেশকিছু জায়গায় নির্মাণসামগ্রী ছড়িয়েছিটিয়ে রয়েছে। সেগুলিও সরানোর জন্য মাইকে প্রচার করা হয়েছে। কোনও ব্যক্তিকে তাঁর ইচ্ছার বিরুদ্ধে রং দেওয়া যাবে না বলে পুলিস জানিয়েছে। নবদ্বীপ থানার আইসি জলেশ্বর তেওয়ারি বলেন, ফেরিঘাট কর্তৃপক্ষকে বলা হয়েছে, নৌকায় অতিরিক্ত যাত্রী তোলা যাবে না। দোলে অতিরিক্ত নৌকা ও ভেসেলের ব্যবস্থা করা হবে। প্রতিটি ঘাটেই পর্যাপ্ত পুলিস, ‘জলসাথী’, বিপর্যয় মোকাবিলা কর্মীরা থাকছেন। সাবধানতার বার্তা দিতে মাইকে প্রচার করতে বলা হয়েছে। কৃষ্ণনগর পুলিস জেলার অতিরিক্ত পুলিস সুপার(গ্রামীণ) উত্তম ঘোষ বলেন, নানা জায়গায় পুলিস সহায়তা কেন্দ্র থাকছে। দোল উৎসবে আসা বহিরাগত এবং স্থানীয় মানুষের যে কোনও সমস্যা হলে নবদ্বীপ থানা বা মায়াপুর আউটপোস্টে জানাতে পারবেন। নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বলেন, উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে কোনওরকম সমস্যা না হয়, সেটা দেখতে হবে।
20h 20m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশাদারি কর্মের প্রসার ও উন্নতির যোগ। চিকিৎসক, উকিল, হস্তশিল্পীদের পক্ষে দিনটি অনুকূল। অর্থ উপার্জন ভালো...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৬.৫৩ টাকা৮৮.২৭ টাকা
পাউন্ড১০৮.২৮ টাকা১১২.০৬ টাকা
ইউরো৮৯.২৬ টাকা৯২.৬৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা