বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

জিনাতকে ধরায় বন ও পুলিসকর্মীদের মুখ্যমন্ত্রীর শংসাপত্র

সংবাদদাতা, মানবাজার: বাঘিনি জিনাতকে সফলভাবে খাঁচাবন্দি করে তার আস্তানায় পৌঁছে দেওয়া বনকর্মী ও পুলিসকর্মী সহ প্রশাসনের কর্তাদের মুখ্যমন্ত্রীর স্বাক্ষর করা শংসাপত্র তুলে দেওয়া হল। শুক্রবার পুরুলিয়ার বান্দোয়ানের কুইল্যাপাল বনবিভাগ চত্বরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা সহ পুলিস ও বনদপ্তরের আধিকারিকরা।
উল্লেখ্য, ওড়িশার সিমলিপাল থেকে জিনাত ঝাড়গ্রাম, বাঁকুড়া, হয়ে পুরুলিয়ায় পৌঁছয়। রেডিও কলারের সাহায্যে তার গতিবিধি জানতে পারে দপ্তর। তবে টোপ দিলেও খাঁচাবন্দি হয়নি জিনাত। তাকে ধরতে কার্যত কালঘাম ছোটে বনকর্মীদের। তবুও তাঁরা হাল ছাড়েননি। রাত দিন এক করে তাঁরা জিনাতকে ধরার চেষ্টা করেন। গত ২৮ ডিসেম্বর বান্দোয়ানের রাইখা পাহাড় থেকে বোরো হয়ে মানবাজার থানা এলাকায় পৌঁছয় জিনাত। তারপরেই বাঁকুড়ার রানিবাঁধের গোঁসাইডি গ্রামের জঙ্গলে জিনাতের গতিবিধি লক্ষ্য করা যায়। সেখানে গোটা এলাকা জাল দিয়ে ঘিরে ফেলা হয়। গত ২৯ ডিসেম্বর ঘুমপাড়ানি গুলি করে জিনাতকে খাঁচাবন্দি করা হয়। সফলভাবে বাঘিনিকে ধরতে সাহায্য করেন পুলিস কর্মীরাও। 
বাঘিনিকে সফলভাবে ধরায় মুখ্যমন্ত্রী তার প্রশংসা করেন। এদিন মুখ্যমন্ত্রীর স্বাক্ষর করা শংসাপত্র তুলে দেওয়া হয় ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বনদপ্তর সহ পুলিস ও অন্যান্য আধিকারিকদের। এদিন মোট ৪৬ জনের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। সুন্দরবন থেকে আগত বাঘিনি ধরার বিশেষ টিমেরও সদস্যদেরও পুরস্কৃত করা হয়েছে।
20h 20m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশাদারি কর্মের প্রসার ও উন্নতির যোগ। চিকিৎসক, উকিল, হস্তশিল্পীদের পক্ষে দিনটি অনুকূল। অর্থ উপার্জন ভালো...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৬.৫৩ টাকা৮৮.২৭ টাকা
পাউন্ড১০৮.২৮ টাকা১১২.০৬ টাকা
ইউরো৮৯.২৬ টাকা৯২.৬৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা