বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

জঙ্গিপুর বইমেলার শেষদিনে মানুষের ঢল

সংবাদদাতা, জঙ্গিপুর: শুক্রবার জঙ্গিপুর বইমেলা শেষ হল। ২১ফেব্রুয়ারি এই মেলার উদ্বোধন হয়। শেষদিনে বইমেলায় মানুষের ভিড় উপচে পড়ে। উদ্যোক্তারা জানান, আগামী বছরে বইমেলার ২০তম বর্ষ। সেবার আরও বড় ও জাঁকজমকপূর্ণ বইমেলা আয়োজন হবে। 
বইমেলার যুগ্ম আহ্বায়ক গৌতম ঘোষ বলেন, এবারের মেলা একসপ্তাহের বেশি চলেছে। স্থানীয়রা মেলায় বই কিনে জ্ঞান সঞ্চয়ের সুযোগ যেমন পেয়েছেন, তেমনি আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য ও সঙ্গীতের মাধ্যমে তাঁদের মনোরঞ্জন করেছি। আশা করছি, আগামীতে আরও ভালো বইমেলা উপহার দিতে পারব।
মূলত বইমেলা কমিটি ও জঙ্গিপুর পুরসভার যৌথ উদ্যোগে এই মেলা হয়। বাম আমলে ২০০৫সালে রঘুনাথগঞ্জের ম্যাকেঞ্জিপার্ক ময়দানে মুর্শিদাবাদ জেলা বইমেলা হয়। বইমেলা ঘিরে শহরবাসীর উন্মাদনা ও আবেগ দেখে তার পরের বছর থেকেই জঙ্গিপুর বইমেলা হয়ে আসছে। যদিও উদ্যোক্তাদের দাবি, ১৯৬৩সালে জঙ্গিপুরেই রাজ্যের তথা দেশের প্রথম বইমেলা হয়েছিল।
বইমেলা কমিটি জানিয়েছে, এবার মেলায় কয়েকলক্ষ টাকার বই বিক্রি হয়েছে। শেষদিনে মানুষের ঢল নামায় ভালো বিক্রিবাটা হয়েছে। প্রতিদিন বিকেলে থেকেই সাংস্কৃতিক অনুষ্ঠান মেলায় অন্য মাত্রা যোগ করেছে। বাংলা ব্যান্ডখ্যাত গায়ক সুরজিতের গান শহরবাসীকে খুশি করেছে। শহরের প্রবীণ লেখক-লেখিকাদের পাশাপাশি নবীন লেখকদের রচনায় সমৃদ্ধ স্মরণিকা প্রকাশিত হয়।
মেলার অপর আহ্বায়ক বিকাশ নন্দ বলেন, মেলার শেষদিনে মনটা একটু বিষণ্ণ হয়ে গেল। এত আয়োজন, এত বইয়ের স্টল শনিবার থেকে মিস করব। আগামী বছর যাতে আরও ভালো মেলা মানুষকে উপহার দিতে পারি, সেবিষয়ে আমরা এখন থেকেই ভাবনাচিন্তা শুরু করছি। জঙ্গিপুর পুরসভার চেয়ারম্যান মফিজুল ইসলাম বলেন, খুব ভালো বইমেলা হয়েছে। জঙ্গিপুরের শহরবাসী ও সংস্কৃতিবান মানুষ এগিয়ে না এলে এটা সম্ভব হতো না। আগামী বছরও খুব ভালো করে মেলা আয়োজন আমাদের লক্ষ্য।
20h 20m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশাদারি কর্মের প্রসার ও উন্নতির যোগ। চিকিৎসক, উকিল, হস্তশিল্পীদের পক্ষে দিনটি অনুকূল। অর্থ উপার্জন ভালো...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৬.৫৩ টাকা৮৮.২৭ টাকা
পাউন্ড১০৮.২৮ টাকা১১২.০৬ টাকা
ইউরো৮৯.২৬ টাকা৯২.৬৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা