বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

১৫ বছরের পুরনো গাড়িতে আর জ্বালানি নয়, দূষণ রোধে দিল্লিতে জারি নয়া নিয়ম

নয়াদিল্লি, ১ মার্চ: দূষণের জেরে প্রতি বছরই সংবাদ শিরোনামে থাকে রাজধানী। শীতের আগে থেকেই পাল্লা দিয়ে বাড়তে দূষণের মাত্রা। সেই দূষণ রোধ করতেই এবার নয়া পদক্ষেপ করল দিল্লির বিজেপি সরকার। ১৫ বছরের পুরনো গাড়িতে আর জ্বালানি (পেট্রল, ডিজেল) দেওয়া হবে না। আজ, শনিবার দিল্লির পরিবেশমন্ত্রী মনজিন্দর সিং সিরসা এমনটাই ঘোষণা করেছেন।
দিল্লিতে বায়ু দূষণ নিয়ে এদিন তিনি সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে একটি বৈঠক করেন। তারপরই তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, "আমরা পেট্রল পাম্পগুলিতে বিশেষ একটি পরিকাঠামো স্থাপন করছি। এর মাধ্যমে ১৫ বছর বা তার বেশি পুরনো যানবাহনগুলিকে শনাক্ত করা হবে। ওই সকল গাড়িগুলিকে কোনও জ্বালানি সরবরাহ করা হবে না। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রককে শীঘ্রই এই সিদ্ধান্তের কথা জানানো হবে।" আগামী ১ এপ্রিল থেকে এই নতুন নীতি রাজধানীতে কর্যকর হবে বলে জানিয়েছেন তিনি।
১৫ বছরের পুরনো গাড়িতে জ্বালানি সরবরাহ বন্ধের পাশাপাশি আরও বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দিল্লির সমস্ত বহুতল, ভবন, হোটেল এবং বাণিজ্যিক কমপ্লেক্সেগুলিতে বায়ু দূষণের মাত্রা নিয়ন্ত্রণে অ্যান্টি-স্মগ গান বসানোর কথাও জানিয়েছেন মনজিন্দর। তিনি বলেন, "আমরা দিল্লির সমস্ত বহুতলগুলিতে স্মগ-গান লাগানো বাধ্যতামূলক করব। একইভাবে, সব বাণিজ্যিক কমপ্লেক্সেগুলির ক্ষেত্রেও এই নীতি কর্যকর হবে।" তিনি আরও বলেন, " এবছর ডিসেম্বরের মধ্যে দিল্লির ৯০ শতাংশ সিএনজি বাস বন্ধ করে দেওয়া হবে। পরিবর্তে চালু করা হবে বৈদ্যুতিক বাস।"
14h 14m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিশেষ কোনও সুখবরে  মানসিক তৃপ্তি । ঝুঁকিপূর্ণ আর্থিক লেনদেনে সতর্ক হন।  ব্যবসায় বড় কোনও পরিবর্তন...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৬.৫৩ টাকা৮৮.২৭ টাকা
পাউন্ড১০৮.২৮ টাকা১১২.০৬ টাকা
ইউরো৮৯.২৬ টাকা৯২.৬৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা