বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

রামপুরহাট-তারাপীঠ রাস্তার ওপর থেকে তোলা হল বেশ কিছু হাম্প

সংবাদদাতা, রামপুরহাট: ‘বর্তমান’- এর খবরের জেরে মিলল সুরাহা। রামপুরহাট থেকে তারাপীঠ যাওয়ার রাস্তায় তুলে দেওয়া হল বেশ কিছু হাম্প। এই রাস্তায় অজস্র হাম্প বসানোর ফলে দুর্ঘটনাপ্রবণ হয়ে উঠেছিল। প্রয়োজনের তুলনায় অতিরিক্ত হাম্প বসানো নিয়ে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষও প্রশ্ন তুলছিলেন। অবশেষে পরিবহণ দপ্তর ও পুলিস সরেজিমনে খতিয়ে দেখে অতিরিক্ত হাম্প সরানোর সিদ্ধান্ত নেয়। 
দুর্ঘটনা রোধে রামপুরহাটের বড়শাল গ্রাম থেকে তারাপীঠ পর্যন্ত রাস্তার উপর বসানো হয়েছিল অজস্র হাম্প। বড়শাল থেকে তারাপীঠের পূর্ব সাগর মোড় পর্যন্ত সাড়ে চার কিমি রাস্তায় ১৩টি স্পট মিলিয়ে ৪১টি প্লাস্টিকের হাম্প বসানো হয়েছিল। কোথাও একসঙ্গে তিনটি, কোথাও দু’টি হাম্প। দু’টি স্পটের মধ্যে দূরত্ব মেরেকেটে ১০০ মিটারও নয়। সেগুলি দূর থেকে চেনার উপায় না থাকায় দুর্ঘটনা ঘটছে অহরহ। হাম্পে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে বহু মোটরবাইক আরোহী আহত হচ্ছেন। মারাও যাচ্ছেন। দিন কয়েক আগেই এই রাস্তায় বড়শাল গ্রামের কাছে হাম্প পেরনোর সময় বাইক নিয়ে উল্টে মৃত্যু হয় তারাপীঠ মন্দিরের এক সেবাইতের। আবার রাস্তায় বেশি হাম্প থাকায় গুরুত্বপূর্ণ এই রাজ্য সড়কে কমেছে গাড়ির গতিও। পরিকল্পনা না করেই হাম্পগুলি বসানো হয়েছে বলে পর্যটক থেকে এলাকার মানুষ অভিযোগ তোলেন। তাই নিয়ে প্রশাসনিক কর্তাদের চাপানউতোর শুরু হয়। পিডব্লুডি রোডসের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জয়ব্রত রায় বলেন, আমাদের ডিপার্টমেন্ট থেকে ওই রাস্তায় হাম্প বসানো হয়নি। মহকুমা শাসকের অধীনে থাকা সেফটি সিকিউরিটি কমিটি রয়েছে। কোথায় হাম্প বসানো হবে, তা নিয়ে সেখানে রেজুলেশন হয়। তার ভিত্তিতে পুলিসের পক্ষ থেকে সেগুলি বসানো হয়েছে। অন্যদিকে মহকুমা শাসক সৌরভ পান্ডে দাবি করেন, রোড সেফটি কমিটিতে এই রাস্তায় হাম্প বসানো নিয়ে কোনও আলোচনা হয়নি। ওই রাস্তায় একটু বেশিই হাম্প বসানো হয়েছে। 
গত মঙ্গলবার সেই খবর প্রকাশিত হয় বর্তমান সংবাদপত্রে। এরপরই বৃহস্পতিবার পুলিস ও পরিবহণ দপ্তর যৌথভাবে ওই রাস্তা পরিদর্শন করে। সেই মতো শুক্রবার পাঁচটি স্পট থেকে ১০টি হাম্প সরিয়ে নেওয়া হয়।  
মহকুমা শাসক বলেন, ট্রান্সপোর্ট সিকিউরিটির টিম বৃহস্পতিবার ওই রাস্তা ঘুরে সিদ্ধান্ত নিয়েছে। পুলিসও চিন্তাভাবনা করছিল, একটু বেশিই হাম্প হয়ে গিয়েছে। এরপর যেখানে দরকার নেই, সেখান থেকে হাম্প তুলে নেওয়া হয়েছে। 
পথ চলতি মানুষজন বলেন, প্রশাসন সঠিক সিদ্ধান্ত নিয়েছে। তবে হাম্পগুলি তৈরি হলেও সেগুলি রং করা হয়নি। ফলে রাস্তা দিয়ে বাইক চালিয়ে যাওয়ার সময়ে আলাদা করে সেগুলি চালকের চোখে পড়ছে না। অসুবিধা বেশি হচ্ছে রাতে। 
 
20h 20m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশাদারি কর্মের প্রসার ও উন্নতির যোগ। চিকিৎসক, উকিল, হস্তশিল্পীদের পক্ষে দিনটি অনুকূল। অর্থ উপার্জন ভালো...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৬.৫৩ টাকা৮৮.২৭ টাকা
পাউন্ড১০৮.২৮ টাকা১১২.০৬ টাকা
ইউরো৮৯.২৬ টাকা৯২.৬৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা