বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

রামকৃষ্ণদেবের জন্মতিথি: কামারপুকুর মঠে তিনদিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: ঠাকুর রামকৃষ্ণদেবের ১৯০তম জন্মতিথি উপলক্ষ্যে তিনদিন ব্যাপী নানান অনুষ্ঠানের আয়োজন করেছে কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশন। ঠাকুরের জন্মতিথি উপলক্ষ্যে বিশাল উৎসবের আয়োজনও হয়েছে। সেইজন্য শুক্রবার থেকেই মঠ চত্বর সাজিয়ে তুলেছে কর্তৃপক্ষ। ফুল ও আলো দিয়ে সেজেছে মঠের মন্দির সহ পার্শ্ববর্তী এলাকা। এদিন বিকেলে সেখানে সানাই বাদন দিয়ে উৎসবের সূচনা হয়। সন্ধ্যারতির পাশাপাশি কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে মুকাভিনয়ের অনুষ্ঠানও হয়। পাশাপাশি এদিন থেকেই বহু পুণ্যার্থী এসেছেন কামারপুকুরে। মঠের গেস্ট হাউসেও অনেক ভক্ত বিভিন্ন জায়গা থেকে এসেছেন। ভিনরাজ্য থেকেও অনেক ভক্ত কামারপুকুরে আসেন। অনেকে এবারই প্রথম ঠাকুর রামকৃষ্ণদেবের জন্মতিথি উৎসবে যোগ দিয়েছেন। ভক্তদের অনেকে কামারপুকুরের পাশাপাশি জয়রামবাটিতেও যাচ্ছেন। অন্যদিকে, দীর্ঘদিনের রীতি অনুযায়ী মঠের বাইরে মাঠে বসেছে মেলাও। দোল পূর্ণিমা পর্যন্ত ওই মেলা চলবে। ইতিমধ্যেই এদিন থেকে মেলায় বহু দোকান বসেছে। 
মঠ সূত্রে জানা গিয়েছে, সোমবার পর্যন্ত নানা অনুষ্ঠানের আয়োজন হয়েছে। আজ, শনিবার সকাল থেকে সেখানে প্রথা মেনে বেদপাঠ, স্তবগান, ঊষাকীর্তন প্রভৃতি হবে। সেইসঙ্গে বিশেষ পুজো, চণ্ডীপাঠ, হোম, রামকৃষ্ণ কথামৃত পাঠ, ব্যাখ্যা প্রভৃতি হবে। এছাড়া কামারপুকুর তীর্থ পরিক্রমা করবেন ভক্ত, সন্ন্যাসী সহ বাসিন্দারা। প্রসাদ বিতরণের ব্যবস্থাও করা হয়েছে মঠের তরফে। এছাড়াও মঠে বিভিন্ন দিনে নাটক, যাত্রা, হরিনাম সংকীর্তন, ধর্মসভা প্রভৃতি হবে।
19h 19m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশাদারি কর্মের প্রসার ও উন্নতির যোগ। চিকিৎসক, উকিল, হস্তশিল্পীদের পক্ষে দিনটি অনুকূল। অর্থ উপার্জন ভালো...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৬.৫৩ টাকা৮৮.২৭ টাকা
পাউন্ড১০৮.২৮ টাকা১১২.০৬ টাকা
ইউরো৮৯.২৬ টাকা৯২.৬৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা