বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

অবৈধ তেলকাটিং কারখানা থেকে ৭০ হাজার লিটার ভোজ্য তেল ও রাসায়নিক বাজেয়াপ্ত

নিজস্ব প্রতিনিধি, তমলুক: মাত্র ১০ দিনে পূর্ব মেদিনীপুরে তেল কাটিং কারবারের বিরুদ্ধে অভিযানে ৭০ হাজার লিটার রাসায়নিক, দাহ্য ও ভোজ্য তেল উদ্ধার হল। চণ্ডীপুর, নন্দকুমার, ভবানীপুর এবং পাঁশকুড়া থানা এলাকায় ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ও থানার পুলিস অভিযান চালায়। বৃহস্পতিবার পাঁশকুড়ায় একটি অবৈধ তেলকাটিং কারখানায় হানা দিয়ে তিনজনকে গ্রেপ্তারও করা হয়েছে। জেলায় জাতীয় সড়ক বরাবর এই অবৈধ ব্যবসা জাঁকিয়ে বসেছে। নন্দকুমার থানার মাধবপুর এবং পাঁশকুড়া থানার জিঞাদার এই অবৈধ তেল কাটিংয়ে কারবারের দুই মাথা পেট্রল পাম্প কিনে ফেলেছেন। বছরের পর বছর ধরে অবৈধ তেল কাটিং কারবার এই জেলায় কুটির শিল্পের চেহারা নিয়েছে।
গত ১৮ ফেব্রুয়ারি চণ্ডীপুর থানার নন্দপুরে নন্দীগ্রামগামী সড়কের ধারে একটি অবৈধ তেলকাটিং কারখানায় হানা দিয়েছিল ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। রেশনে সরবরাহ করা নীল রংয়ের কেরোসিনে রাসায়নিক মিশিয়ে তাকে সবুজ করে খোলাবাজারে বিক্রি করা হতো। আচমকায় হানায় দুই ট্যাঙ্কার ভর্তি ৩০ হাজার লিটার নীল কেরোসিন বাজেয়াপ্ত করা হয়। দুই ট্যাঙ্কারের থেকে চারজন ড্রাইভার ও খালাসিকে গ্রেপ্তার করা হয়। অবৈধ কারখানার মালিক উমাশঙ্কর প্রধানের বিরুদ্ধে চণ্ডীপুর থানায় এফআইআর করে ডিইবি।
গত ২০ তারিখ নন্দকুমার থানার পুলিস একটি অবৈধ তেলকাটিং কারখানায় অভিযান চালিয়ে ৩৫ হাজার লিটার অবৈধ রাসায়নিক উদ্ধার করেছে। সেইসঙ্গে চারটি মোটরপাম্প, ১২টি ড্রাম বাজেয়াপ্ত করা হয়। এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং থানার পুলিস যৌথ অভিযানে এই সাফল্য আসে। এছাড়াও গত ২৬ ফেব্রুয়ারি রাতে ভবানীপুর থানার জাতীয় সড়কের ধারে বাড়সুন্দরা এলাকায় ডিইবি এবং পুলিসের যৌথ অভিযানে তিন হাজার লিটার অবৈধ কেরোসিন, পোড়া মবিল বাজেয়াপ্ত করা হয়। এছাড়াও দু’টি মোটরপাম্প, ৩৭টি তেলের ড্রাম, পাইপ ও অন্যান্য সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়। ভবানীপুর থানায় এনিয়ে এফআইআর দায়ের করে তদন্ত শুরু হয়েছে।
বৃহস্পতিবার রাতে পাঁশকুড়া থানার পুলিস জাতীয় সড়ক বরাবর নেকড়ায় একটি অবৈধ তেলকাটিং কারখানায় অভিযান চালায়। সেখান থেকে শেখ আব্দুল গফ্ফর, ফিরোজ খান ও তপনকুমার পাত্র নামে তিনজনকে পাকড়াও করা হয়েছে। তারা এই কারবারে জড়িত। পুলিস জানিয়েছে, গফ্ফরের বাড়ি পিংলা থানার ঘোড়ামারা গ্রামে। ফিরোজের বাড়ি কোলাঘাট থানার কাউরচণ্ডী গ্রামে। তপনের বাড়ি দাসপুর থানার পুরুষোত্তমপুর গ্রামে। শুক্রবার ধৃত তিনজনকে তমলুক সিজেএম কোর্টে তোলা হলে বিচারক ১৪দিনের জেল হেফাজতে পাঠিয়েছেন। ওই কারখানা সিল করে দেওয়া হয়েছে বলে পাঁশকুড়ার আইসি সমর দে জানিয়েছেন।
নন্দকুমার, কোলাঘাট, পাঁশকুড়া, ভবানীপুর সহ বিভিন্ন জায়গায় জাতীয় সড়কের ধারে অবৈধভাবে তেল কাটিংয়ের কারবার চলে। ভোজ্য তেলে নানারকম রাসায়নিক মিশিয়ে বেশকিছু মিষ্টির দোকানে সাপ্লা‌ই করা হয়। এরথেকে যেকোনও সময় বিপদের আশঙ্কা থাকে। নন্দকুমারের খঞ্চি, ভগবানপুরের বাজাবেড়িয়া ভোজ্য তেলের অবৈধ কাটিং কারবারের জন্য বিখ্যাত। মাত্র ১০ দিনে চার জায়গায় হানা দিতেই বিপুল জিনিসপত্র বাজেয়াপ্ত হয়েছে।-নিজস্ব চিত্র
19h 19m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশাদারি কর্মের প্রসার ও উন্নতির যোগ। চিকিৎসক, উকিল, হস্তশিল্পীদের পক্ষে দিনটি অনুকূল। অর্থ উপার্জন ভালো...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৬.৫৩ টাকা৮৮.২৭ টাকা
পাউন্ড১০৮.২৮ টাকা১১২.০৬ টাকা
ইউরো৮৯.২৬ টাকা৯২.৬৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা