বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

ধানতলার দত্তপুলিয়ায় পুলিসি অভিযানে গ্রেপ্তার ৫ বাংলাদেশি

নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: বাংলাদেশে অস্থির পরিস্থিতির মাঝে প্রায়দিনই নদীয়া জেলায় অনুপ্রবেশের পাশাপাশি ভারতীয় পরিচয়পত্র বানানোর চেষ্টা চলছে। তাই ভোটার ও আধার কার্ডের মতো গুরুত্বপূর্ণ পরিচয়পত্র তৈরি নিয়ে সতর্ক রয়েছে প্রশাসন। ফলে কয়েকমাস সীমান্ত ঘেঁষা গ্রামে আত্মগোপন করেও শেষরক্ষা হয়নি পাঁচ বাংলাদেশির। অগত্যা দালাল ধরে ফের বাংলাদেশ পালানোর ছক কষছিল তারা। কিন্তু তার আগেই ধানতলা থানার পুলিসের বিশেষ অভিযানে তারা ধরা পড়ল। তাদের সঙ্গে আর কেউ অনুপ্রবেশ করেছে কি না, তা জানতে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম শাহিদুল ইসলাম, কালা মোল্লা, সজীব মোল্লা, তারিকুল শিকদার ও শুভা শিকদার। তারা প্রত্যেকেই বাংলাদেশের গোপালগঞ্জ জেলার বাসিন্দা। কয়েকমাস আগে আন্তর্জাতিক মানবপাচার চক্রের এক দালালের হাত ধরে তারা রানাঘাট-২ ব্লকের আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে এদেশে ঢুকেছিল। কয়েকমাস ধরে ধানতলা থানার দত্তপুলিয়ায় তারা আত্মগোপন করেছিল। অন্য অনুপ্রবেশকারীদের মতো এদেরও লক্ষ্য ছিল, ভারতীয় পরিচয়পত্র বানিয়ে দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে শ্রমিকের কাজে যাওয়া। আগে এরকম পরিচয়পত্র বানিয়ে নেওয়া মানবপাচার চক্রের কাছে জলভাত ছিল। কিন্তু লাগাতার অনুপ্রবেশের অভিযোগ ওঠায় কড়া হয়েছে প্রশাসন। রানাঘাট পুলিস জেলাজুড়ে ৪০০’র বেশি বাংলাদেশি গ্রেপ্তার হয়েছে। ফলে ভারতীয় পরিচয়পত্র তৈরির আশা ছেড়ে দিয়ে অনেকেই বাংলাদেশে ফেরার তোড়জোড় করছে। তাদেরই মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করেছে ধানতলা থানার পুলিস। বৃহস্পতিবার গভীর রাতে পুলিসের একটি বিশেষ দল দত্তপুলিয়ার কানিবামনি এলাকায় অভিযান চালায়। তখনই পাঁচ বাংলাদেশি ধরা পড়ে। 
তদন্তকারীরা জানাচ্ছেন, ধৃতরা এতদিন কোথায় আত্মগোপন করেছিল, তা জানার চেষ্টা চলছে। তাদের জিজ্ঞাসাবাদ করে অন্য অনুপ্রবেশকারীদের বিষয়েও খোঁজখবর করা হবে। দত্তপুলিয়া, কানিবামনি সহ ধানতলা থানা এলাকার বিভিন্ন সীমান্তঘেঁষা গ্রামে সক্রিয় দালালচক্রের সন্ধান করা হচ্ছে।
রানাঘাট জেলা পুলিসের এক পদস্থ আধিকারিক বলেন, লাগাতার ধরপাকড়ে অনুপ্রবেশ অনেকটাই কমেছে। সীমান্ত এলাকায় সক্রিয় দালালচক্রের বিরুদ্ধেও অভিযান চলছে। ২০২৪সালে রানাঘাট পুলিস জেলায় ৫০০জনের বেশি বাংলাদেশি ও আন্তর্জাতিক মানবপাচার চক্রের দালাল গ্রেপ্তার হয়েছে। সীমান্তের একদম কাছের বিভিন্ন গ্রামে আমরা নিয়মিত নজরদারি চালাচ্ছি।
 
14h 14m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিশেষ কোনও সুখবরে  মানসিক তৃপ্তি । ঝুঁকিপূর্ণ আর্থিক লেনদেনে সতর্ক হন।  ব্যবসায় বড় কোনও পরিবর্তন...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৬.৫৩ টাকা৮৮.২৭ টাকা
পাউন্ড১০৮.২৮ টাকা১১২.০৬ টাকা
ইউরো৮৯.২৬ টাকা৯২.৬৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা