বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

আজ খুলছে হিমঘর আলু রাখতে হুড়োহুড়ি

সংবাদদাতা, বহরমপুর: আজ, শনিবার মুর্শিদাবাদের সবকটি হিমঘর খুলছে। প্রথম দিন থেকেই হিমঘরে আলু রাখার জন্য চাষিদের মধ্যে হুড়োহুড়ি পড়ে গিয়েছে। শুক্রবার থেকেই হিমঘরগুলিতে চাষিরা আলু রাখার জন্য লাইন দিতে শুরু করেছেন। তবে এবার হিমঘরে আলু রাখার জন্য মুর্শিদাবাদে কোনও চাষি ব্যবসায়ীকে জায়গা বুকিংয়ের জন্য অগ্রিম টাকা দিতে হচ্ছে না। আলু ছাড়ানোর সময় ভাড়া মেটাতে হবে। হিমঘর মালিকদের বক্তব্য, এখনও পর্যন্ত গত বছরের ভাড়া অপরিবর্তিত রয়েছে। এপ্রিল মাসে রাজ্য সরকার হিমঘর মালিকদের ভাড়ার বিষয়টি চিঠি দিয়ে জানাবে।
মুর্শিদাবাদ জেলায় ১৩ হাজার হেক্টর জমিতে আলু চাষ হয়। আলু মজুত রাখার জন্য এই জেলায় ৮টি হিমঘর রয়েছে। সাকুল্যে ধারণ ক্ষমতা ৭১ হাজার মেট্রিক টন। এবার আলুর ফলন খুবই ভালো। বিঘা প্রতি ১২০-১৪০ প্যাকেট পর্যন্ত আলুর ফলন হয়েছে। যা আগে কখনও হয়নি। আলুর ফলনে চাষিদের মুখে হাসি ফুটলেও দাম না থাকায় তাঁরা কিছুটা হলেও হতাশ হয়ে পড়েছেন। পোখরাজ আলু ২৫০-২৭০ টাকা প্যাকেট(৫০ কেজি) দামে বিক্রি হচ্ছে। দাম না থাকায় অধিকাংশ চাষি আলু বিক্রি না করে হিমঘরে রাখার দিকেই বেশি ঝুঁকতে শুরু করেছেন। চাষিদের জন্য এবার হিমঘরে ৩০ শতাংশ জায়গা বরাদ্দ করা হয়েছে। পাঁচথুপির আলু চাষি সাধন ঘোষ বলেন, রাজ্য সরকার ৩০ শতাংশ জায়গা চাষিদের জন্য বরাদ্দ করেছে। কিন্তু, এবার ফলনের তুলনায় তা পর্যাপ্ত নয়। ফলে শুরু থেকেই হিমঘরে আলু রাখার জন্য হুড়োহুড়ি পড়ে গিয়েছে। আলু চাষি পরিমল পাল বলেন, এখন আলু বিক্রি করলে খরচের টাকা উঠছে না। ঝুঁকি নিয়েই হিমঘরে আলু রাখার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু, কত প্যাকেট আলু রাখার সুযোগ পাব জানি না।
এক হিমঘর মালিক সুনীল ঘোষ বলেন, আলু রাখার জন্য কোনও অগ্রিম ভাড়া দিতে হচ্ছে না। আলু ছাড়ানোর সময় এককালীন সমস্ত ভাড়া মেটাতে হবে। হিমঘর মালিকদের দাবি, এবার হিমঘরের ভাড়া এখনও বাড়ার কোনও খবর নেই। গতবারের প্যাকেট প্রতি ৯৮ টাকা ৬০ পয়সা ভাড়াই বহাল রয়েছে। কোল্ডস্টোর মালিক জীবন শেখ বলেন, রাজ্য সরকার আগামী এপ্রিল মাসে হিমঘর ভাড়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। তবে ভাড়া বৃদ্ধির খবর এখনও নেই।
20h 20m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশাদারি কর্মের প্রসার ও উন্নতির যোগ। চিকিৎসক, উকিল, হস্তশিল্পীদের পক্ষে দিনটি অনুকূল। অর্থ উপার্জন ভালো...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৬.৫৩ টাকা৮৮.২৭ টাকা
পাউন্ড১০৮.২৮ টাকা১১২.০৬ টাকা
ইউরো৮৯.২৬ টাকা৯২.৬৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা