বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালি ও সচেতনতামূলক কর্মসূচি ঘাটালে

সংবাদদাতা, ঘাটাল: পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষ্যে শুক্রবার ঘাটাল মহকুমা প্রশাসন ও মহকুমা অতিরিক্ত আঞ্চলিক পরিবহণ দপ্তরের যৌথ উদ্যোগে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়। ঘাটাল মহকুমা অতিরিক্ত আঞ্চলিক পরিবহণ আধিকারিক সঞ্জয় হালদার বলেন, ‘এদিনের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ ড্রাইভিংয়ের গুরুত্ব তুলে ধরা। এদিনের অনুষ্ঠানে সমস্ত স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে কর্মসূচিকে দারুণ ভাবে সফল করেছেন।’এদিন সকাল সাড়ে ১০টায় ঘাটাল মহকুমা প্রশাসনের অফিস চত্বর থেকে প্রায় ২৫০ বাইক আরোহী একটি সচেতনতামূলক র‍্যালিতে অংশগ্রহণ করেন। র‍্যালিটি প্রথমে ঘাটাল-মেচোগ্রাম রাস্তার বকুলতলা পর্যন্ত যায়। সেখান থেকে ফের ঘাটাল শহরের উপর দিয়ে বরদা চৌকান হয়ে মহকুমা শাসকের দপ্তরে ফিরে আসে। প্রত্যেকটি বাইক ও গাড়ির সামনে ছিল পথ নিরাপত্তা সংক্রান্ত সচেতনতামূলক পোস্টার। চালকদের পরনে ছিল রোড সেফটি থিমযুক্ত সাদা রাউন্ড নেক টি-শার্ট।  
ঘাটাল মহকুমার কয়েকটি স্কুলের পড়ুয়াদের নিয়ে পথ নিরাপত্তা সংক্রান্ত ছবি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। দুপুরে অঙ্কন প্রতিযোগিতার সেরা ১২ জনকে পুরস্কৃত করা হয়। তারপরই   পথচারীদের পথ নিরাপত্তা সংক্রান্ত সচেতনতামূলক প্রচার শুরু হয়। সঞ্জয়বাবু বলেন, ‘যে সমস্ত বাইক চালকদের মাথায় হেলমেট ছিল না তাঁদের সতর্কতামূলক বার্তা দিয়ে একটি করে হেলমেটও বিতরণ করা হয়েছে।’ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, ঘাটালের বিডিও অভীক বিশ্বাস, ডিএসপি ট্রাফিক-২ অঞ্জন ঘোষ, ঘাটাল ও দাসপুর থানার ট্রাফিকের দুই সাব ইন্সপেক্টর সহ জনপ্রতিনিধি, বাস মালিক, বাইক ও গাড়ির শোরুমের কর্ণধার এবং   সাধারণ মানুষও। তাঁরা সকলকেই পথ নিরাপত্তা নীতি মেনে চলার আহ্বান জানান এবং ভবিষ্যতে এমন উদ্যোগ অব্যাহত রাখার আশ্বাস দেন। এদিনের অনুষ্ঠানটিকে সফল করতে বাইক ও গাড়ির শোরুমগুলি বিশেষভাবে সহযোগিতা করেছিল বলে পরিবহণ দপ্তর সূত্রে জানানো হয়েছে।-নিজস্ব চিত্র
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পুরনো রোগ বৃদ্ধি পাওয়ায় স্বাভাবিক কাজকর্ম, চলাফেরায় বাধার সৃষ্টি হতে পারে। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৮ টাকা৮৮.৪২ টাকা
পাউন্ড১০৮.১৯ টাকা১১১.৯৮ টাকা
ইউরো৮৯.১৬ টাকা৯২.৫৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
2nd     March,   2025
দিন পঞ্জিকা