বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

করিমপুরে শুরু হতে চলেছে ‘আহারে তেহট্ট’

সংবাদদাতা, করিমপুর: হাজারো স্বাদের খাবারের সম্ভার নিয়ে করিমপুরে শুরু হচ্ছে পঞ্চম বর্ষ খাদ্যমেলা ‘আহারে তেহট্ট’। চার দিনের এই মেলা আগামী ২৩ জানুয়ারি বৃহস্পতিবার শুরু হয়ে শেষ হবে ২৬ জানুয়ারি রবিবার। এখন জোরকদমে চলছে সেই মেলার প্রস্তুতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের উদ্যোগে গত পাঁচ বছর আগে এই মেলা শুরু হয়েছিল। এই মেলায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তাঁদের তৈরি সুস্বাদু খাবার বিক্রি করেন। 
করিমপুরের জেলা পরিষদ সদস্য তরুণ সাহা জানান, করিমপুর কিষাণ মাণ্ডির মাঠে এবারের মেলায় ৪৮টি খাবারের স্টল থাকবে। অন্য বছরের মতো এবারেও মেলায় কৃষ্ণনগরের সরভাজা ও সরপুরিয়া, রানাঘাটের পানতুয়া কিংবা নবদ্বীপের ঝুড়ির দই ছাড়াও নদীয়া জেলার বিখ্যাত খাবার এখানে পাওয়া যাবে। পাশাপাশি যেমন পাওয়া যাবে বিভিন্ন ফাস্ট ফুড। এছাড়াও থাকছে জয়নগরের মোয়া, বহরমপুরের ছানাবড়া কিংবা বর্ধমানের সীতাভোগ ও মিহিদানা। এই মেলার দিকে তাকিয়ে থাকেন তেহট্ট, করিমপুর সহ বিভিন্ন এলাকার মানুষ।
সাংসদ মহুয়া মৈত্র জানান, জেলার বিভিন্ন জায়গা থেকে হরেকরকম খাবারের স্টল থাকবে। খুব ন্যায্যমূল্যে সেই খাবার কিনে খাওয়ার সুযোগ পাবেন সকলে। খাবারের পাশাপাশি মেলার চারদিন অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এলাকার ও বাইরের নামকরা শিল্পীরা এই অনুষ্ঠানে গান গাইবেন।
 এব্যাপারে করিমপুর-১ ব্লক তৃণমূল যুব সভাপতি সৌমিক সরকার বলেন, বাঙালি খেতে ভালবাসে। মেলায় বিভিন্ন জায়গার বিখ্যাত খাবারগুলি  খাওয়ার সুযোগ পেয়ে সকলেই খুব খুশি হন।
23h 23m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

গৃহে শুভ অনুষ্ঠানের আয়োজন। সন্তানের আবদার মেটাতে অর্থব্যয় বাড়তে পারে। মনের অস্থিরতা-উত্তেজনা দমন করুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৮ টাকা৮৭.১৭ টাকা
পাউন্ড১০৫.৪২ টাকা১০৮.৩৩ টাকা
ইউরো৮৮.৮৮ টাকা৯১.৫৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা