বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

নিরাপত্তার দাবিতে গলসি বাজার বন্ধ রাখলেন ব্যবসায়ীরা

সংবাদদাতা, মানকর: গলসি বাজারে নিরাপত্তার দাবিতে বুধবার গলসি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিডিও অফিসে ডেপুটেশন জমা দেওয়া হল। পাশাপাশি এদিন পুরো বাজার বন্ধ রাখেন ব্যবসায়ীরা। উল্লেখ্য, কয়েকদিন আগে গলসি বাজারের একটি মোবাইলের দোকান থেকে সমস্ত মোবাইল চুরি হয়ে যায়। ১৯ নম্বর জাতীয় সড়কের পাশেই থাকা ওই দোকানে চুরি হওয়া নিয়ে ব্যবসায়ীদের মধ্যে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। এদিন সেই চুরির কিনারা কেন করা যাচ্ছে না সেই প্রশ্ন তুলে ব্যবসায়ীরা বিডিওর দ্বারস্থ হন। যদিও পুলিস সূত্রে জানা গিয়েছে এখনও পর্যন্ত ৪৯টি মোবাইল উদ্ধার হয়েছে। বাকি মোবাইলের খোঁজ চলছে। গলসি বাজার কমিটির সম্পাদক বজরুল রহমান মণ্ডল বলেন, প্রশাসনের কাছে নিরাপত্তা দাবি করেছি। চুরির ঘটনায় আমরা হতাশ। অবিলম্বে সমস্ত মোবাইল উদ্ধার না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। 
গলসি বাজারের উপর গলিগ্রাম, শিল্যা, বাকতা, বেলান সহ একাধিক গ্রামের বাসিন্দারা নির্ভর করেন। এমনিতেই সারাদিন ভিড় থাকে বাজারে। অফিসের সময় ভিড় আরও বেড়ে যায়। কিন্তু বুধবার গলসি বাজার বন্ধ ছিল। ব্যবসায়ীদের বক্তব্য, চুরির ঘটনার পর ব্যবসায়ীরা আতঙ্কে রয়েছেন। জাতীয় সড়কের পাশে এই বাজারের নিরাপত্তা বাড়াতে হবে। এদিন কয়েকশো ব্যবসায়ী বিডিও অফিসে ডেপুটেশন দিতে যান। 
এদিন উপস্থিত ছিলেন বর্ধমান জেলা ব্যবসায়ী সুরক্ষা সমিতির প্রতিনিধি সুকান্ত দাস। তিনি বলেন, এর আগেও গলসি বাজারে চুরি হয়েছে। এবার আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে। তাই বাধ্য হয়ে বাজার বন্ধ রাখতে হয়েছে।
এদিন ব্যবসায়ীরা প্রশাসনের কাছে বাজারে আরও লাইট লাগানো, যানজট সমস্যা এড়ানো ও নৈশপ্রহরীর দাবি জানান। তবে বাজার বন্ধ থাকায় মানুষ সমস্যায় পড়েন। পুরষার বাসিন্দা ফিরোজ হোসেন বলেন, জরুরি কাজে গলসি এসে দেখি বাজার বন্ধ। যদিও বজরুলবাবুর দাবি, সাধারণ মানুষের যাতে অসুবিধা না হয় সেজন্য দু’দিন বাজার ও সংলগ্ন এলাকায় মাইকিং করা হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে উত্তর ২৪ পরগনা থেকে ৪৯টি মোবাইল উদ্ধার হয়েছে। এই ঘটনায় পুলিস সেলিম ওস্তাগর নামে একজনকে গ্রেপ্তারও করেছে।-নিজস্ব চিত্র
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

গৃহে শুভ অনুষ্ঠানের আয়োজন। সন্তানের আবদার মেটাতে অর্থব্যয় বাড়তে পারে। মনের অস্থিরতা-উত্তেজনা দমন করুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৮ টাকা৮৭.১৭ টাকা
পাউন্ড১০৫.৪২ টাকা১০৮.৩৩ টাকা
ইউরো৮৮.৮৮ টাকা৯১.৫৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা