বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

স্কুলপড়ুয়াদের আইএএস অফিসার হওয়ার টিপস দিলেন জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: পড়ুয়াদের আইএএস হওয়ার টিপস দিলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রানি এ। বুধবার তিনি বর্ধমান শহরের বিদ্যার্থী গার্লস স্কুলের একটি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে পড়ুয়ারা তাঁকে প্রশ্ন করে, কীভাবে ইউপিএসসি পরীক্ষায় পাশ করা যায়। জেলাশাসক বলেন, এরজন্য  হার্ডওয়ার্ক দরকার। ফোকাস রাখতে হবে। নিজের ইচ্ছে পূরণের জেদ ধরে রাখা দরকার। মাতৃভাষায় পড়াশোনা করে সাফল্য পাওয়া যায়। ইউপিএসসির জন্য সাধারণ জ্ঞান বাড়াতে হবে। এখন পড়াশোনার বিভিন্ন মাধ্যম রয়েছে। তারমধ্যে ভালো মাধ্যমটি বেছে নিতে হবে। আমাদের সময় সোশ্যাল মিডিয়া ছিল না। সিনিয়রদের পরামর্শ নিতাম। বিভিন্ন ম্যাগাজিন ফলো করতাম।
এদিন অনুষ্ঠানে মহকুমা শাসক তীর্থঙ্কর বিশ্বাসও উপস্থিত ছিলেন। তিনিও পড়ুয়াদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। জেলাশাসক বলেন, সিভিল সার্ভিসে সফল হওয়ার জন্য ছোট থেকে তৈরি হতে হবে। শুধু পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। রাজ্যে, দেশে, বিদেশে কী হচ্ছে সে খবর রাখতে হবে। ইউপিএসসির ইন্টারভিউয়ে পার্সোনালিটি টেস্ট হয়। ভুল উত্তর দেওয়া যাবে না। না জানলে নিজের মনের মতো করে কোনওকিছু বানিয়ে বললে হবে না।
প্রশাসক কেমন হওয়া উচিত সেই ব্যাখ্যা জেলাশাসক দিয়েছেন। তিনি বলেন, প্রশাসক মানে ব্যালেন্স রাখতে হবে। প্রশাসককে সবার কথা শুনতে হবে। তারপর সিদ্ধান্ত নিতে হবে। কারও দ্বারা প্রভাবিত হলে চলবে না। ইউপিএসসির জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। সরকারি আধিকারিকরা প্রশিক্ষণ দিচ্ছেন। আমরা পরবর্তীকালে আরও একটি প্রশিক্ষণ কেন্দ্র চালু করতে চলেছি।
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

গৃহে শুভ অনুষ্ঠানের আয়োজন। সন্তানের আবদার মেটাতে অর্থব্যয় বাড়তে পারে। মনের অস্থিরতা-উত্তেজনা দমন করুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৮ টাকা৮৭.১৭ টাকা
পাউন্ড১০৫.৪২ টাকা১০৮.৩৩ টাকা
ইউরো৮৮.৮৮ টাকা৯১.৫৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা