বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

ছাত্রীদের জন্য শীতাতপনিয়ন্ত্রিত বাস চালু করছে কৃষ্ণনগর পুরসভা

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: শহরের ছাত্রীদের জন্য এবার শীতাতপনিয়ন্ত্রিত বাস পরিষেবা চালু করতে চলেছে কৃষ্ণনগর পুরসভা। মোট দু’টি বাস ভিন্ন রুটে ঘুরবে। স্কুলে যাওয়ার জন্য নির্দিষ্ট স্টপেজ থেকে ছাত্রীদের পিক আপ করবে বাসটি। তারপর বিকেলে আবার স্কুল থেকে বাড়ির কাছের নির্দিষ্ট স্টপেজে নামিয়ে দেবে।‌ বিগত কয়েক মাস ধরে সাধারণ যাত্রীবাহী বাসকেই স্কুলবাস হিসেবে চালাচ্ছিল পুরসভা। এবার তাকেই এসি বাসে পরিণত করা হল। প্রতিটি বাসের দাম ৩৫ লক্ষ টাকা।‌ বাস দু’টির নাম দেওয়া হয়েছে পারিজাত। আগামী মাসের শুরুর দিকেই এই বাস চালু করা হবে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে।
কৃষ্ণনগর পুরসভা চেয়ারম্যান রীতা দাস বলেন, বিগত কয়েক মাস ধরে আমরা ছাত্রীদের জন্য সাধারণ বাস চালাচ্ছিলাম। মানুষের মধ্যে ব্যাপক চাহিদা আমরা লক্ষ্য করেছি। তাই এবার শীতাতপনিয়ন্ত্রিত বাসা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শিগগিরই এই বাস পরিষেবা চালু হবে। 
পুরসভা সূত্রে জানা গিয়েছে, একটি রুট শুরু হবে পন্ডোপ মোড় থেকে। আর তা শেষে হবে কৃষ্ণনগর পুরসভার সামনে। এই রুটে মোট ২০টি স্টপেজ রয়েছে। শক্তিনগর মোড়, শক্তিনগর গার্লস হাইস্কুল, রথতলা, মল্লিকপাড়া, রামকৃষ্ণ স্ট্যাচু মোড়, রাজারোড ব্লাইন্ড স্কুল, অ্যাকাডেমি স্কুল, বউবাজার চারু ভিলা লজ, বেজিখালি মোর, সিএমএস স্কুল, চার্চ মোড়, হলি ফ্যামিলি স্কুল, গভর্নমেন্ট গার্লস স্কুল, কৃষ্ণনগর বিএড কলেজ, মানিকপাড়া বারোয়ারি, শ্মশান কালীবাড়ি, তিন ইঞ্চি দুর্গাবাড়ি, কদমতলা ঘাট, সিদ্ধেশ্বরী কালীবাড়ি, মৃণালিনী স্কুল হয়ে পুরসভার সামনে বাস থামবে। 
অপর রুটের বাসটি ঘূর্ণি হালদারপাড়া মোড় থেকে চালু হয়ে তাঁতিপাড়া বারোয়ারিতে এসে শেষ হবে। এই রুটের মাঝে ২৪টি স্টপেজ পড়বে। ঘূর্ণি হাইস্কুল মাঠ, তরুণ সঙ্ঘ, প্রতিমা ফ্লেক্স হাউজ, পুতুল-পট্টি মোড়, ষষ্ঠীতলা হনুমান মন্দির, করিমপুর বাসস্ট্যান্ড, বাদুড়তলা, রাধানগর এসবিআই, রাধানগর নতুন বারোয়ারি, ইন্ডিয়ান অয়েল পাম্প, পুরসভা মোড়, এভি স্কুল মোড়, দরগাতলা মাঠ, চৌরাস্তা, রাজবাড়ি, সেবক সঙ্ঘ, আনন্দময়ীতলা, রেলস্টেশন, পাঁচমাথা মোড়, কাঁঠালতলা মোড়, শক্তিনগর গার্লস, শক্তিনগর মোড়, কালিনগর হাইস্কুল, তেঁতুলতলা হয়ে তাঁতিপাড়া বারোয়ারিতে এসে বাস থামবে।
18d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে সাফল্য ও খ্যাতি লাভের যোগ। ব্যবসা ভালো হবে। হস্তশিল্পীদের উপার্জন বৃদ্ধি পাবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৩ টাকা৮৮.৩৭ টাকা
পাউন্ড১০৬.৯২ টাকা১১০.৬৭ টাকা
ইউরো৮৯.১৭ টাকা৯২.৫৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
9th     February,   2025
দিন পঞ্জিকা