বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

সবংয়ের আদাসিমলা দেশপ্রাণ বিদ্যাপীঠের হীরক জয়ন্তী বর্ষের সমাপ্তি অনুষ্ঠান শুরু

সংবাদদাতা, মেদিনীপুর: হীরক জ্যোতির আলোয় আলোকিত হয়ে উঠেছে সবংয়ের আদাসিমলা দেশপ্রাণ বিদ্যাপীঠ। আজ, বৃহস্পতিবার নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তির আবরণ উন্মোচনের মধ্যে দিয়ে দু’দিন ব্যাপী স্কুলের হীরক জয়ন্তী বর্ষের সমাপ্তি অনুষ্ঠানের সূচনা হবে। গতবছর ১জানুয়ারি মন্ত্রী মানস ভুঁইয়া কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তির আবরণ উন্মোচনের করে হীরক জয়ন্তী অনুষ্ঠানের সূচনা করেছিলেন। সারা বছর ধরে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে হীরক জয়ন্তী বর্ষ পালিত হয়েছে। এবার তার সমাপ্তি অনুষ্ঠান। 
সূচনার দিন ছাত্রছাত্রীরা নানা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেছিল। বিজ্ঞান মডেলের উপস্থাপনাও সকলের নজর কাড়ে। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের হাত ধরে বিদ্যালয়ের পত্রিকা ‘প্রবাহ’ আত্মপ্রকাশ করেছিল। উপস্থিত ছিলেন সাহিত্যিক নারায়ণ সামাট, কবি পরেশ বেরা সহ প্রশাসনিক আধিকারিক ও বিশিষ্টরা। প্রধান শিক্ষক সোমেশ দাস বলেন, গ্রামবাসীদের দানে এবং আন্তরিক প্রচেষ্টায় ১৯৬৫ সালের ১ জানুয়ারি এই বিদ্যালয় পথচলা শুরু করেছিল। মাটির দেওয়াল ও টিনের ছাউনি দেওয়া বিদ্যালয়টি পঞ্চম ও ষষ্ঠ শ্রেণি নিয়ে যাত্রা শুরু হয়েছিল। ২০০৮সালে মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিকের অনুমোদন দেয়। ২০১০সালে বৃত্তিমূলক শিক্ষার অনুমোদন ও ২০১৫ সালে বিদ্যালয়টি উচ্চ মাধ্যমিকে উন্নীত হয়। এখন বিদ্যালয়ে কলা ও বিজ্ঞান বিভাগের পাশাপাশি কম্পিউটার শিক্ষাও শুরু হয়েছে। 
বিদ্যালয়ের সহ শিক্ষক চন্দন গিরি বলেন, পঠনপাঠনের পাশাপাশি অন্যান্য সব বিষয়েই ছাত্রছাত্রীদের উৎসাহিত করা হয়। পরিচ্ছন্নতা, পরিবেশ রক্ষা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলাতে ছাত্রছাত্রীরা প্রতিভার ছাপ রেখেছে। তিনি বলেন, সারা বছর নানা অনুষ্ঠানের সঙ্গে রক্তদান ও সচেতনতার কর্মকাণ্ডে যুক্ত হয়েছে সকলে। সমাপনী অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা নাচ, গান, নাটক পরিবেশন করবে। থাকবে ‘খাই খাই’ শিবিরে নানারকম খাবারের মেলা ও বিজ্ঞান মডেলের প্রদর্শনী।-নিজস্ব চিত্র
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

গৃহে শুভ অনুষ্ঠানের আয়োজন। সন্তানের আবদার মেটাতে অর্থব্যয় বাড়তে পারে। মনের অস্থিরতা-উত্তেজনা দমন করুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৮ টাকা৮৭.১৭ টাকা
পাউন্ড১০৫.৪২ টাকা১০৮.৩৩ টাকা
ইউরো৮৮.৮৮ টাকা৯১.৫৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা