বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

সংসার চালাতে বাবার সঙ্গে সরস্বতী প্রতিমা গড়ছে একাদশের ছাত্র অর্ঘ্য

সংবাদদাতা, রামপুরহাট: ঘরে অভাব। তাই বাবার সঙ্গে প্রতিমার কাজ করছে রামপুরহাটের কুসুম্বা গ্রামের একাদশ শ্রেণির ছাত্র অর্ঘ্য চঁদ। বাবা ও ছেলের হাতে গড়ে উঠছে একের পর এক সরস্বতী প্রতিমা। রামপুরহাটের লোকোপাড়া মোড়ের দুর্গামন্দির প্রাঙ্গণে গেলে এমনই ছবি দেখা যাবে। 
পূর্ণ চঁদ মৃৎশিল্পী। প্রতিমা গড়ে যা উপার্জন হয়, তাতেই সংসার চলে। তাঁর দুই ছেলেমেয়ের মধ্যে বড় অর্ঘ্য। বাবার কাছেই প্রতিমা তৈরিতে হাতেখড়ি অর্ঘ্যর। 
সে জানাল, আমাদের দুই ভাইবোনের পড়াশোনার খরচ জুগিয়ে সংসার চালানো বাবার পক্ষে খুবই কষ্টসাধ্য। তাই ছোট থেকেই পড়াশোনার পাশাপাশি বাবাকে প্রতিমা গড়তে সাহায্য করি। তাতে সহশিল্পীর পারিশ্রমিক বেঁচে যায়। সহশিল্পী থাকলে ৫০০ টাকা মজুরি তাঁর পিছনেই চলে যেত। এখন অবশ্য নিজেই নিজেই মূর্তি তৈরি থেকে চক্ষুদান সবটাই করি। দক্ষ শিল্পীর মতো সরস্বতী তৈরি করে সকলকে তাক লাগিয়ে দিয়েছে অর্ঘ্য।
এর আগে বাবা ও ছেলে রামপুরহাট ও তারাপীঠ এলাকায় একাধিক দুর্গামূর্তি তৈরি করেছে। এবছর প্রথম রামপুরহাটের লোকোপাড়া দুর্গামন্দির প্রাঙ্গণে ত্রিপলের ছাউনি খাটিয়ে ৪৫টি মূর্তি গড়েছেন তাঁরা। অর্ঘ্য বলে, এখন স্কুলে যাওয়া হচ্ছে না। পড়াশোনায় পিছিয়ে পড়ছি জানি। কিন্তু উপায়ও তো নেই। তবে প্রতিদিন সন্ধ্যায় বাড়ি ফিরে পড়তে বসি। সহপাঠীদের থেকে স্কুলে কতদূর কী পড়ানো হল সেটা জেনে নিই।
এবছর এখনও পর্যন্ত বায়না সেভাবে না আসায় চিন্তা গ্রাস করেছে তাকে। অর্ঘ্য বলল, এখনও পর্যন্ত মাত্র ১০টি বায়না এসেছে। সেগুলির বেশিরভাগই স্কুলের। তবে পূর্ণবাবু ছেলেকে আশ্বস্ত করে বলছেন, চিন্তা করিস না, দেবীর কৃপায় সব মূর্তিই বিক্রি হয়ে যাবে। তিনি বলেন, ছেলেকে পড়াশোনায় মন দিতে বললেও ও আমার কষ্ট দেখে সাহায্য করতে এগিয়ে আসে। আর ছেলে বলে, কিছুটা হলেও বাবার কষ্ট দূর করার চেষ্টা করি। ইচ্ছে আছে চাকরি করে বাবা-মায়ের মুখে হাসি ফোটাব।
তবে অর্ঘ্যর ইচ্ছে, তাঁর তৈরি প্রতিমার পুজো হোক তাঁরই স্কুলে। যদিও অর্ঘ্যর স্কুলের প্রধান শিক্ষক সন্দীপ মণ্ডল বলেন, অর্ঘ্য যে সরস্বতী প্রতিমা তৈরি করে সেটাই জানা ছিল না। অন্যত্র প্রতিমার জন্য তিনহাজার টাকা বায়না দেওয়া হয়েছে। তবে সামনে বছর অর্ঘ্যের গড়া সরস্বতী প্রতিমারই স্কুলে পুজো হবে। এদিনই অবশ্য তিনি অর্ঘ্যকে স্কুলের জন্য কন্যাশ্রী মডেল তৈরি করতে বলেছেন। যেটা স্থায়ীভাবে স্কুলে রাখা হবে। যা দেখে ছাত্রীরা উৎসাহিত হবে। 
কুসুম্বার বাসিন্দারা বলেন, শিল্পকর্মের প্রতি অর্ঘ্যর অগাধ ভালোবাসা। সেই ভালোবাসার টানে এবার একসঙ্গে এতগুলি মূর্তি গড়ার কাজ শুরু করেছে সে। আমরা চাই তার শিল্পকর্ম বিস্তার লাভ করুক। 
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

গৃহে শুভ অনুষ্ঠানের আয়োজন। সন্তানের আবদার মেটাতে অর্থব্যয় বাড়তে পারে। মনের অস্থিরতা-উত্তেজনা দমন করুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৮ টাকা৮৭.১৭ টাকা
পাউন্ড১০৫.৪২ টাকা১০৮.৩৩ টাকা
ইউরো৮৮.৮৮ টাকা৯১.৫৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা