বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

যোগা প্রতিযোগিতায় সেরার সেরা দাসপুরের কেয়া দাস

সংবাদদাতা, ঘাটাল: জাতীয় স্তরের যোগাসন প্রতিযোগিতায় সেরার সেরা পুরস্কার পেল দাসপুর-২ ব্লকের বরুণা সৎসঙ্গ হাইস্কুলের দশম শ্রেণির ছাত্রী কেয়া দাস। সম্প্রতি মহারাষ্ট্রের কোলাতে ৬৮তম জাতীয় যোগাসন স্কুল গেমস-২৪-’২৫ আয়োজিত হয়েছিল। সেখানে রাজ্য থেকে অনূর্ধ্ব-১৭ গ্রুপে মোট পাঁচজন ছাত্রী অংশগ্রহণ করে। স্কুল গেমস ফেডারেশন অব ইন্ডিয়ার ওই প্রতিযোগিতায় রাজ্যের গ্রুপ সার্বিক ভাবে তৃতীয় স্থান দখল করে। ওই গ্রুপে কেয়াও ছিল। তাছাড়াও কেয়া একক ভাবে ট্রাডিশনাল যোগায় দ্বিতীয় হয়। অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৯ বালিকাদের মধ্যে কেয়া সেরার সেরা পুরস্কার পায় বলে জানিয়েছেন রাজ্যের কোচ সৌমেন ঘোষ। কোলাতে এই প্রতিযোগিতায় রাজ্য থেকে মোট ১২ জন ছাত্র এবং ১২ জন ছাত্রী অংশ নিয়েছিল।
কেয়া জানায়, গ্রুপের প্রতিযোগিতা দেখে দেশের সমস্ত রাজ্য থেকে অনূর্ধ্ব বালিকা ১৭ গ্রুপের মধ্য থেকে প্রথম ১০ জনকে বাছা হয়। সেখানে সে প্রথম হয়। অনূর্ধ্ব ১৭ বালিকা গ্রুপের প্রথম দশের দু’জন এবং অনূর্ধ্ব ১৯ বালিকা গ্রুপের প্রথম দশের সেরা দু’জনকে নিয়ে ফের একটি প্রতিযোগিতা হয়। সেখানেই কেয়া প্রথম স্থান দখল করায় তাকে সেরার সেরা পুরস্কার দেওয়া হয়। কেয়া ধারাবাহিকভাবে জাতীয় যোগাসন প্রতিযোগিতায় অসামান্য সাফল্য অর্জন করে চলেছে। কেয়া ২০২৩ সালের নভেম্বর মাসে ত্রিপুরার আগরতলায় অনুষ্ঠিত জাতীয় বিদ্যালয় যোগাসন প্রতিযোগিতায় রুপোর পদক পেয়েছিল। এরপর ২০২৪ সালের জুন মাসে কর্ণাটকের মহিসুরে অনুষ্ঠিত জাতীয় যোগা অলিম্পিয়াডে সেকেন্ডারি স্টেজ অনূর্ধ্ব-১৬ গ্রুপে কেয়া স্বর্ণপদক পায়। ত্রিপুরায় আয়োজিত প্রতিযোগিতায় ২৭টি রাজ্যের প্রতিযোগী অংশগ্রহণ করেছিল। কেয়ার দল সেখানে দ্বিতীয় স্থান অধিকার করে। মহিসুরে এনসিইআরটি আয়োজিত অলিম্পিয়াডে বাংলা থেকে অংশগ্রহণকারী চারটি গ্রুপের মধ্যে কেয়া দাসের গ্রুপ সেরা হয় এবং স্বর্ণপদক পায়। কেয়ার বাবা উত্তম দাস পেশায় স্বর্ণশিল্পী। মা সবিতা দাস গৃহবধূ। তাঁরা মেয়ের সাফল্যে খুব খুশি। সবিতাদেবী বলেন, মেয়ের এই সাফল্যে তার কোচ তন্ময় মাইতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি তৃতীয় শ্রেণি থেকেই কেয়াকে নিয়মিত প্রশিক্ষণ দিয়ে চলেছেন।   বরুণা সৎসঙ্গ হাইস্কুলের প্রধান শিক্ষক সুজিত বন্দ্যোপাধ্যায় বলেন, কেয়া স্কুলের নাম উজ্জ্বল করেছে। তার এই সাফল্য অন্যান্য ছাত্রছাত্রীদের অনুপ্রেরণা জোগাবে। কেয়ার সাফল্যে গর্বিত স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং সহপাঠীরাও।-নিজস্ব চিত্র
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

গৃহে শুভ অনুষ্ঠানের আয়োজন। সন্তানের আবদার মেটাতে অর্থব্যয় বাড়তে পারে। মনের অস্থিরতা-উত্তেজনা দমন করুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৮ টাকা৮৭.১৭ টাকা
পাউন্ড১০৫.৪২ টাকা১০৮.৩৩ টাকা
ইউরো৮৮.৮৮ টাকা৯১.৫৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা