বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

খড়্গপুর ডিভিশনে রেসিডেন্সিয়াল হাতির সংখ্যা বেড়ে ২৩

সংবাদদাতা বেলদা: খড়গপুর ডিভিশনে বাড়ছে রেসিডেনশিয়াল হাতির সংখ্যা। খড়্গপুর ডিভিশনে রেসিডেনশিয়াল হাতির সংখ্যা ছিল ৯টি। বনদপ্তর সূত্রে খবর, সম্প্রতি সেই দলে আরও ১৪টি হাতি যোগ দিয়েছে। বর্তমানে হাতিগুলি ঝাড়গ্রামের নয়াগ্রামের কেশররেখা এলাকায় রয়েছে। রেসিডেনশিয়াল হাতি বলতে সেইসব হাতিকে বোঝায় যেগুলি অন্য রাজ্যের জঙ্গল থেকে এসে স্থায়ীভাবে থেকে যায়। 
শীতের সময়ে সুবর্ণরেখা নদী তীরবর্তী এলাকায় প্রচুর সব্জি চাষ হয়। জঙ্গলে পাতা ঝরে যাওয়ায় খাদ্যের অভাবে হাতির দল সেই সুস্বাদু সব্জির টানে নদী পেরিয়ে চলে আসে দাঁতন, কেশিয়াড়ি ইত্যাদি এলাকায়। প্রতিবছর ঝাড়খণ্ডের দলমা এলাকা থেকে শতাধিক হাতি চলে আসে খড়্গপুর ডিভিশনের সুবর্ণরেখা নদী তীরবর্তী নয়াগ্রামের জঙ্গলে। তারপর বেশ কয়েকটি ভাগে ভাগ হয়ে বিভিন্ন জায়গায় বিচরণ করে। এক একটি দলে ছোট বড় মিলিয়ে প্রায় ৪০টির বেশি হাতি থাকে। বেশিরভাগ হাতি অবশ্য প্রতিবছর ওড়িশা চলে যায়। বর্ষার সময় এই হাতিগুলি একত্রিত হয়ে ফের ঝাড়খণ্ডের দলমাতে ফিরে যায়। তবে দলের কিছু হাতি এইসব এলাকাতে থেকে গিয়ে রেসিডেনশিয়াল হাতিতে পরিণত হয়। 
গতমাসে এই রেসিডেনশিয়াল হাতির দলটি কেশিয়াড়ির কুলবনি, হাতিগেড়িয়া, নছিপুরে অবস্থান করছিল। হাতি দেখতে অতি উৎসাহী মানুষের ভিড় বাড়ে। হাতিগেড়িয়ার জঙ্গলে হাতির হামলায় প্রাণ হারায় ১৪ বছরের এক কিশোর। বনদপ্তরের পক্ষ থেকে সেই হাতিগুলিকে তখন ফেরত পাঠানো হয় কলাইকুন্ডার জঙ্গলে। হাতির দলটি ফের নদী পেরিয়ে দাঁতনের বড়া, মহেশপুর,পলশিয়া, মালপাড়া এলাকায় ঢুকে পড়ে। গত শনিবার গভীর রাতে ওই হাতির দলটি দাঁতনের মালপাড়া মোয়ারুই এলাকায় ঢুকে সব্জি খেতে হামলা চালায়। বনদপ্তর ঘটনাস্থলে আসার আগেই অতি উৎসাহী মানুষের ভিড়ে পথ হারিয়ে গ্রামের মাঝে ঢুকে পড়ে হাতির দলটি। সচেতনতার অভাবে হাতির কাছে চলে গিয়ে হাতির হামলায় প্রাণ হারান ৭৩ বছরের এক বৃদ্ধ। আহত হন ওই এলাকার এক পঞ্চায়েত সদস্য। বনদপ্তরের পক্ষ থেকে বারবার গ্রামবাসীদের এবিষয়ে সতর্ক করা হলেও তাতে কর্ণপাত করছেন না গ্রামবাসীরা। আর তার ফলে ঘটছে এই দুর্ঘটনা বলে দাবি বনদপ্তরের। খড়্গপুর ডিভিশনের ডিএফও মনীশ যাদব বলেন, শীতের সময়ে নদী তীরবর্তী এলাকাগুলিতে সহজে সুস্বাদু সব্জি পাওয়া যায় বলে হাতির দল ওইসব এলাকায় ভিড় জমায়। আর সেই সময়ে অতি উৎসাহী মানুষজন সচেতনতার অভাবে হাতির কাছে চলে গিয়ে তাদেরকে উত্যক্ত করতে থাকেন। আর তার ফলে ঘটছে দুর্ঘটনা। বনদপ্তরের পক্ষ থেকে বারবার মাইকিং করে লিফলেট ছড়িয়ে সচেতন করা হচ্ছে। আমরা মাইকিং ও লিফলেট ছড়ানোর পাশাপাশি সম্প্রতি এই উপদ্রুত এলাকাগুলিতে স্থানীয় গ্রাম পঞ্চায়েত স্তরে জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে বেশি করে সচেতনতার কাজ শুরু করছি। কেশিয়াড়ি দাঁতন সহ বিভিন্ন এলাকায় বনদপ্তরের পক্ষ থেকে সেমিনারেরও আয়োজন করা হবে। পাশাপাশি বিভিন্ন সামাজিক মাধ্যমে এই বিষয়ে প্রচারের আয়োজন করা হচ্ছে।-নিজস্ব চিত্র
23h 23m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

গৃহে শুভ অনুষ্ঠানের আয়োজন। সন্তানের আবদার মেটাতে অর্থব্যয় বাড়তে পারে। মনের অস্থিরতা-উত্তেজনা দমন করুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৮ টাকা৮৭.১৭ টাকা
পাউন্ড১০৫.৪২ টাকা১০৮.৩৩ টাকা
ইউরো৮৮.৮৮ টাকা৯১.৫৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা