বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

শৌচাগারের জানালা দিয়ে কালনা হাসপাতাল থেকে পলাতক বন্দি

সংবাদদাতা, কালনা: পুলিসের হেফাজতে থাকা বিচারাধীন বন্দি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা থেকে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটল মঙ্গলবার দুপুরে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পলাতক বন্দির খোঁজে চারিদিকে জোর তল্লাশি শুরু করেছে কালনা থানার পুলিস। পলাতক বন্দির নাম সুজয় মল্লিক। বাড়ি কালনা তালবোনা গ্রামে। 
পুলিস ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, কালনা থানা সোমবার বাইক চুরির অভিযোগে তালবোনার বাসিন্দা যুবক সুজয় মল্লিককে গ্রেপ্তার করে আদালতে তুলে সাতদিনের হেফাজতে নেয় পুলিস। মঙ্গলবার ভোরে সুজয় পুলিসের কাছে জানায়, তার পেটে ব্যথা করছে। পুলিস ভোর সাড়ে পাঁচটা নাগাদ তাকে কালনা সুপারস্পেশালিটি হাসপাতালে ভর্তি করে। পরে তাকে মহকুমা হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়। হাসপাতালের স্পেশাল পুলিস সেলে পাহারায় রেখে চিকিৎসা চলে। মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ খাওয়ার পর সুজয় জানায় সে শৌচাগারে  যাবে। যথারীতি পাহারায় থাকা পুলিস কর্মী সেলের শৌচাগারে যাওয়ার অনুমতি দেয়। কিন্তু সুজয় জানায় তার কমোড ব্যবহারে সমস্যা আছে। এরপরই পুলিস কর্মী তাকে মহকুমা হাসপাতাল চত্বরের মাঝে রাত্রিকালীন বিশ্রামাগার চত্বরের শৌচাগারে নিয়ে যায়। মিনিট দশেক হয়ে গেলেও শৌচাগার থেকে বেরয়নি। পুলিস দরজা খুলে দেখে সুজয় শৌচাগার থেকে পগার পার। পুলিস মনে করছে, হাল্কা পাতলা চেহারার সুজয় শৌচাগারের উপরের দিকের ফাঁকা অংশ দিয়ে পালিয়ে গেছে। 
পুলিস হাসপাতালের সিসি ক্যামেরা খতিয়ে দেখছে। প্রসঙ্গত, মাস তিনেক আগে কালনা আদালত চত্বর থেকে বিচারাধীন বন্দি পালিয়ে গিয়েছিল। বারবার বন্দি পালিয়ে যাওয়ার ঘটনায় অনেকে এক শ্রেণির পুলিস কর্মীর কাজে গাফিলতির দিকে আঙুল তুলছেন।
হাসপাতাল সহকারী সুপার গৌতম বিশ্বাস বলেন, সুজয় পেট ব্যথা উপসর্গ নিয়ে মঙ্গলবার ভোরে ভর্তি হয়েছিল। তার চিকিৎসা চলছিল। মঙ্গলবার দুপুরে শৌচাগার থেকে পালিয়ে গেছে বলে জানা গিয়েছে। 
কালনা এসডিপিও রাকেশ কুমার চৌধুরী বলেন, সোমবার বাইক চুরির অভিযোগে একজনকে গ্রেপ্তারের পর রিমান্ডে নেওয়া হয়। মঙ্গলবার ভোরের দিকে শারীরিক অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি করা হলে দুপুরে শৌচাগারে যাওয়ার নাম করে সে পালিয়ে যায়। তল্লাশি চলছে।      
22h 22m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

গৃহে শুভ অনুষ্ঠানের আয়োজন। সন্তানের আবদার মেটাতে অর্থব্যয় বাড়তে পারে। মনের অস্থিরতা-উত্তেজনা দমন করুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৮ টাকা৮৭.১৭ টাকা
পাউন্ড১০৫.৪২ টাকা১০৮.৩৩ টাকা
ইউরো৮৮.৮৮ টাকা৯১.৫৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা