বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

গদ্দারদের হুঁশিয়ারি মহুয়ার

নিজস্ব প্রতিনিধি কৃষ্ণনগর: দল বিরোধী কাজ করতে গেলে, দল থেকে বেরিয়ে গিয়ে করতে হবে। দলে থেকে দল বিরোধী কাজ করা যাবে না। এইভাবেই দলের ‘গদ্দার’দের কড়া হুঁশিয়ারি দিলেন কৃষ্ণনগর লোকসভার সাংসদ তথা তৃণমূলের কৃষ্ণনগর সাংগঠনিক জেলার সভাপতি মহুয়া মৈত্র।‌ গত সোমবার কালীগঞ্জ বিধানসভার জুড়ানপুর ও গোবরা পঞ্চায়েতে পরপর দু’টি কর্মী সম্মেলন করেন। দু’টি সভা থেকেই ‘ঘর শত্রু বিভীষণ’দের চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন। পদের চিন্তা না করে মাটি কামড়ে নেতৃত্বকে পড়ে থাকার নির্দেশ দেন। মঙ্গলবার কালীগঞ্জ বিধানসভার মীরা-২ এবং কালীগঞ্জ পঞ্চায়েতে কর্মী সম্মেলন করেন তিনি। 
দলীয় নেতৃত্বের উদ্দেশে তিনি বলেন, ‘দলের বাইরে কেউ যাবেন না। কেউ দল বিরোধী কাজ করলে তাঁকে রাস্তা দেখাতে হবে। ‘মিরজাফর’দের শেল্টার আমরা দেবো না।’ তিনি আরও বলেন, প্রত্যেক বুথ সভাপতি ও কর্মীদের বলছি, দলের হয়ে কাজ করলে কোনও ভয় পাবেন না। আর গুজবে কান দেবেন না। দলের জন্য পরিশ্রম করতে হবে।
বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগে ২০২৫ সালটা শাসকদলের কাছে ঘর গুছিয়ে নেওয়ার সময়। তাই দলের পদে বসে কোনও ফাঁকিবাজি নয়। সেটা নেতৃত্বকে বুঝিয়ে দেন মহুয়া মৈত্র। বিগত নির্বাচনে কোন বুথে ফল ভালো এবং কোন বুথে ফল খারাপ হয়েছে তা নিয়েও কর্মী সম্মেলনে আলোচনা করেন তিনি। পিছিয়ে থাকা বুথগুলিতে বাড়তি দায়িত্ব নিয়ে কাজ করার পরামর্শ দেন তিনি। যাতে আসন্ন বিধানসভা নির্বাচনে হারানো ভোট তৃণমূলের ঘরে ফিরতে পারে। 
উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনে তৃণমূলের একাংশের বিরুদ্ধেই দলের বিরোধী ভোট করার অভিযোগ উঠেছিল। কৃষ্ণনগর লোকসভাতেও তৃণমূলের একটা অংশ নির্বাচন ময়দান থেকে দূরে ছিল। আড়ালে আবডালে দল বিরোধী নানা মন্তব্যও করছিলেন তাঁরা। যার রিপোর্ট গিয়েছে দলের শীর্ষ নেতৃত্বের কাছে। কৃষ্ণনগর সাংগঠনিক জেলাতে ইতিমধ্যেই বেশি কিছু জায়গায় অঞ্চল সভাপতিকে পরিবর্তন করেছে দলীয় নেতৃত্ব। 
সম্প্রতি কর্মী সম্মেলন থেকে প্রকাশ্যেই ‘কালিদাস মার্কা’ নেতাদের সময় ফুরিয়ে আসার বিষয়টি বুঝিয়ে দেন মহুয়া মৈত্র। সম্প্রতি মহুয়া মৈত্রের জেলা সভাপতি পদ থাকা নিয়েও জলঘোলা শুরু করেছে তৃণমূলের একটা অংশ। দলের অন্দরেই সভাপতি পরির্বতন নিয়ে চর্চায় মেতেছে তারা। মহুয়া বলেন, কৃষ্ণনগর লোকসভার মানুষ আমাকে ভালোবাসে। যার জন্য আমি মানুষকে কৃতজ্ঞতা জানাই। এটা ভোটের রাজনীতি হতে পারে না। এটা ভালোবাসার টান।
23h 23m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

গৃহে শুভ অনুষ্ঠানের আয়োজন। সন্তানের আবদার মেটাতে অর্থব্যয় বাড়তে পারে। মনের অস্থিরতা-উত্তেজনা দমন করুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৮ টাকা৮৭.১৭ টাকা
পাউন্ড১০৫.৪২ টাকা১০৮.৩৩ টাকা
ইউরো৮৮.৮৮ টাকা৯১.৫৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা