বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

গ্রামে এসে সাম্যের বার্তা দিয়েছিলেন নেতাজি, বড়ঞ্যার পাঁচথুপি আজও ধর্মভেদের ঊর্ধ্বে

ইন্দ্রজিৎ কর্মকার, কান্দি: নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮তম জন্মদিন উৎসবের মেজাজে পালন করতে চলেছেন বড়ঞা ব্লকের পাঁচথুপি গ্রামের বাসিন্দারা। আগামীকাল ধর্ম সম্প্রদায় নির্বিশেষে গ্রামের সমস্ত মানুষ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন। এখন চলছে তার চূড়ান্ত প্রস্তুতি। 
নেতাজি সুভাষচন্দ্র বসু বড়ঞার এই গ্রামে যে এসেছিলেন তা স্বর্ণাক্ষরে লেখা আছে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে। গ্রামের ঘোষমৌলিক পরিবারের সঙ্গে তাঁর আত্মীয়তার সম্পর্ক গড়ে উঠেছিল। বহু চিঠিপত্রের আদানপ্রদান তা প্রমাণ করে। গ্রামের প্রয়াত স্বাধীনতা সংগ্রামী সুনীলমোহন ঘোষমৌলিকের সঙ্গে নেতাজির নিয়মিত চিঠিপত্রের আদান প্রদান হতো। ঘোষমৌলিক বাড়িতে সেইসব চিঠি আজও সযত্নে রক্ষিত আছে। জানা গিয়েছে, ১৯৩৫ থেকে ১৯৩৭ সালের মধ্যে নেতাজি ওই বাড়িতে এসে রাতের আহারে লুচি, আলুর দম ও পায়েস খেয়েছিলেন। সন্ধ্যায় গ্রামের যুবকদের নিয়ে সাংগঠনিক কাজও সারেন। 
প্রতিবছর গ্রামের মানুষ শ্রদ্ধা সহকারে নেতাজির জন্মদিবস পালন করে থাকেন। গ্রামের নেতাজি মূর্তির পাদদেশে বাসিন্দারা মিলিত হয়ে স্বাধীনতা সংগ্রামের এই মহান নায়ককে শ্রদ্ধা জানান। তবে এবছর জমকালো অনুষ্ঠান হতে চলেছে। আয়োজকদের সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সাত সকালেই গ্রামের আটটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে গ্রামের মানুষ একত্রে শোভাযাত্রা করবেন। বর্ণাঢ্য মিছিল গোটা গ্রাম পরিক্রমার করার পর নেতাজি মূর্তির পাদদেশে শেষ হবে। এরপর দিনভর চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
আয়োজক কমিটির সদস্য আলহাজ আতাহার শেখ বলেন, নেতাজি আমাদের গর্ব। এখানে সাম্প্রদায়িক ভেদাভেদের কোনও ব্যাপার নেই। আমরা হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মানুষ পায়ে পা মিলিয়ে নেতাজিকে সম্মান জানাব। এখন তার চূড়ান্ত প্রস্তুতি চলছে। পাঁচথুপি নাগরিক মঞ্চের সম্পাদক অজিতকুমার লাহা বলেন, নেতাজিকে নিয়ে আমরা গর্ব করতেই পারি। নেতাজির গ্রামে আসা ও রাত্রিবাসের কাহিনি আজও চর্চার বিষয়। স্বাধীনতা সংগ্রামে নেতাজি যেভাবে গ্রামের যুবকদের উদ্বুদ্ধ করতে চেয়েছিলেন তাও চর্চার বিষয়। মৌমিতা ধর জানান, নেতাজির স্মারকগুলি একে একে এই গ্রাম থেকে বিলুপ্ত হতে চলেছে। তবে নেতাজিকে আমরা মনের মধ্যে যে জায়গা দিয়েছি, তা কোনওদিন বিলুপ্ত হবে না। তাই এলাকার সকল সম্প্রদায়ের মানুষ এদিন একসঙ্গে পথ চলব।
সুনীলমোহন ঘোষমৌলিকের ছেলে সুদীপমোহন বলেন, নেতাজির প্রদর্শিত পথে আজও গ্রামের মানুষ সঙ্ঘবদ্ধ হয়ে রয়েছেন।
গ্রামের প্রয়াত সুনীলমোহন ঘোষমৌলিককে লেখা নেতাজী সুভাষচন্দ্র বসুর হাতে লেখা চিঠি। নিজস্ব চিত্র
23h 23m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

গৃহে শুভ অনুষ্ঠানের আয়োজন। সন্তানের আবদার মেটাতে অর্থব্যয় বাড়তে পারে। মনের অস্থিরতা-উত্তেজনা দমন করুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৮ টাকা৮৭.১৭ টাকা
পাউন্ড১০৫.৪২ টাকা১০৮.৩৩ টাকা
ইউরো৮৮.৮৮ টাকা৯১.৫৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা