বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

কৃষি কর্মাধ্যক্ষকে লক্ষ্য করে গুলি সামশেরগঞ্জে

সংবাদদাতা, জঙ্গিপুর: শাসকদলের কৃষি কর্মাধ্যক্ষকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল দলেরই পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। সোমবার রাতে সামশেরগঞ্জের প্রতাপগঞ্জ পঞ্চায়েতে এই ঘটনায় এলাকায় শোরগোল পড়ে। পঞ্চায়েত সমিতির ওই কৃষি কর্মাধ্যক্ষের অভিযোগ, জমি কেনার জন্য অগ্রিম দেওয়া টাকা ফেরত চাইতে যাওয়ায় তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। পাল্টা ওই পঞ্চায়েত সদস্যের স্ত্রী কৃষি কর্মাধ্যক্ষের বিরুদ্ধে দলবল নিয়ে বাড়িতে চড়াও হওয়ার অভিযোগ তুলেছেন। পুলিস লিখিত অভিযোগের ভিত্তিতে ওই পঞ্চায়েত সদস্য ও তাঁর ছেলেকে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম তাসিকুল ইসলাম ও মাসুদ আলি।
সামশেরগঞ্জ পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ সাকিম শেখ ও প্রতাপগঞ্জ পঞ্চায়েতের সদস্য তাসিকুল ইসলাম দু’জনই জমি কেনাবেচার কারবার করেন। জমি কেনার জন্য জমা দেওয়া অগ্রিম টাকা চাওয়া ঘিরে এদিন গণ্ডগোল বাধে। এঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। তৃণমূল নেতৃত্ব অবশ্য জানিয়েছে, ওই দুই জনপ্রতিনিধির এই ঝামেলার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।
সামশেরগঞ্জ থানার এক আধিকারিক বলেন, টাকাপয়সা নিয়ে দু’পক্ষের মধ্যে গণ্ডগোল হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থল থেকে কোনও অস্ত্র উদ্ধার হয়নি। গুলি চলারও কোনও প্রমাণ মেলেনি। ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিস জানিয়েছে, সোমবার রাত প্রায় সাড়ে ৮টা নাগাদ সাকিম শেখ চকসাপুরে তাসিকুল ইসলামের বাড়িতে যান। অভিযোগ, বাড়িতে গিয়ে বহু ডাকাডাকি করলেও পঞ্চায়েত সদস্য কোনও সাড়া দেননি। দীর্ঘক্ষণ অপেক্ষার পর সাড়া না মেলায় কৃষি কর্মাধ্যক্ষ ওই বাড়িতে ইট-পাটকেল ছোড়েন বলে অভিযোগ। এরপরই ওই পঞ্চায়েত সদস্য ঘর থেকে বেরিয়ে আসে। তখন তাদের মধ্যে বচসা থেকে ধাক্কাধাক্কি শুরু হয়। কৃষি কর্মাধ্যক্ষের অভিযোগ, সেসময়ই তাসিকুল তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
সাকিম শেখ বলেন, একটা জমি কেনার জন্য কয়েক লক্ষ টাকা অগ্রিম দিয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত ওই জমিটি বিক্রি হয়নি। আমার টাকা চাইতে গেয়ে সে বারবার কথার খেলাপ করে। এদিনও আমি সেই টাকা চাইতে ওর বাড়ি গিয়েছিলাম। কিন্তু টাকা চাইতেই আমাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়।
ধৃত পঞ্চায়েত সদস্যের স্ত্রী মাসিদা বিবি বলেন, আমার স্বামী রাতে ঘরেই ছিলেন। সাকিম শেখ সেসময় দলবল নিয়ে আমাদের বাড়িতে হামলা চালায়। আমরা তাদের বলেছিলাম, বাকি টাকা কিছুদিনের মধ্যেই শোধ করে দেব। কিন্তু তারা সেসব কথা শোনেনি। বরং আমার স্বামীকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। তারপর তাঁকে মারধর করে। শুধু তাই নয়, ওরা পিস্তল নিয়ে এসে আমার স্বামীকে খুনের চেষ্টা করেছে। ঘটনার পর থেকে আমরা আতঙ্কে রয়েছি।
22h 22m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

গৃহে শুভ অনুষ্ঠানের আয়োজন। সন্তানের আবদার মেটাতে অর্থব্যয় বাড়তে পারে। মনের অস্থিরতা-উত্তেজনা দমন করুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৮ টাকা৮৭.১৭ টাকা
পাউন্ড১০৫.৪২ টাকা১০৮.৩৩ টাকা
ইউরো৮৮.৮৮ টাকা৯১.৫৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা