বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

কোতুলপুরে জুতোর গোডাউনে আগুন, দমকল আসতে দেরি

সংবাদদাতা, বিষ্ণুপুর: মঙ্গলবার দুপুরে কোতুলপুরের নেতাজিমোড় এলাকায় জুতোর গোডাউনে ভয়াবহ আগুন লাগায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বিষ্ণুপুর ও আরামবাগ থেকে দমকলের দু’টি ইঞ্জিন আসে। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। কীভাবে আগুন লেগেছে তা খতিয়ে দেখছেন দমকলের আধিকারিকরা। দূরত্বের কারণে দমকলবাহিনী আসতে দেরি হওয়ায় এদিনও কোতুলপুরে দমকল কেন্দ্র তৈরির দাবিতে সরব হন বাসিন্দারা। বিষ্ণুপুর দমকলের আধিকারিক অশেষ কুমার বলেন, কোতুলপুরে জুতোর গোডাউনে আগুন লাগার ঘটনায় খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দমকলের ইঞ্জিন পাঠানো হয়। এতটা দূরত্ব যেতে কিছুটা সময় লেগেছে। দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে দেরি হয়েছে। কীভাবে আগুন লাগল খতিয়ে দেখা হচ্ছে। 
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কোতুলপুরের নেতাজি মোড়ে সনৎ বিট নামে এক ব্যক্তির জুতোর দোকান এবং পাশেই একটি গোডাউন রয়েছে। এদিন দুপুর আড়াইটা নাগাদ কর্মচারীরা দোকান ও গোডাউন বন্ধ করে খেতে চলে যান। হঠাৎই গোডাউনের ভেন্টিলেটর দিয়ে স্থানীয় বাসিন্দারা ধোঁয়া বেরতে দেখেন। খবর চাউর হতেই প্রচুর লোকজন চলে আসেন। পরে মালিকপক্ষ ও কর্মচারীরাও আসেন। তাঁদের মধ্যে কেউ কেউ গেট খোলার চেষ্টা করেন। কিন্তু আগুনের লেলিহান শিখার দাপটে কেউ ভিতরে ঢোকার সাহস পাননি। জানালা ও ভেন্টিলেটর দিয়ে দাউদাউ করে আগুনের শিখা বেরতে থাকে। চারপাশ কালো ধোঁয়ায় ভরে যায়। আশপাশে প্রচুর বসতবাড়ি থাকায় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। প্রথমে বিষ্ণুপুর থেকে একটি দমকলের ইঞ্জিন আসে। তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। কিন্তু আগুন নিয়ন্ত্রণে না আসায় আরামবাগ থেকে আরও একটি ইঞ্জিন আসে। কয়েক ঘণ্টা পর রাতে আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয় বাসিন্দারা বলেন, কিছুদিন আগেই কোতুলপুরের বামুনাইরি মোড় এলাকায় আগুনে একটি খড়বোঝাই লরি ভস্মীভূত হয়ে যায়। দমকলের গাড়ি দেরিতে আসায় পুলিসের উপর উত্তেজিত জনতার রোষ আছড়ে পড়ে। তখনও এলাকায় দমকলকেন্দ্র তৈরির দাবি উঠেছিল। এদিন জুতোর গোডাউনে আগুন লাগার পর স্থানীয় বাসিন্দারা একই দাবিতে সরব হন।  
স্থানীয় বাসিন্দা অজয় দাস বলেন, গোডাউনে প্রচুর জুতো মজুত ছিল। এছাড়াও প্রচুর কাগজের পেটি ছিল। তাতেই আগুন বেশি ছড়িয়ে পড়ে। আগুনে গোডাউনের সমস্ত মালপত্র ভস্মীভূত হয়ে গিয়েছে। স্থানীয় বাসিন্দা হারাধন দে বলেন, কোতুলপুর এলাকায় কোনও দমকল না থাকায় প্রতিবার এলাকায় আগুন লাগলে দমকল আসার আগেই সব পুড়ে ছাই হয়ে যায়। তাই আমরা কোতুলপুরে একটি দমকল কেন্দ্রের দাবি দীর্ঘদিন ধরে করে আসছি। কিন্তু আজ পর্যন্ত তা হয়নি।
আগুন নেভাচ্ছেন দমকলকর্মী। (পাশে)। উৎসাহীদের ভিড় (উপরে)।
23h 23m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

গৃহে শুভ অনুষ্ঠানের আয়োজন। সন্তানের আবদার মেটাতে অর্থব্যয় বাড়তে পারে। মনের অস্থিরতা-উত্তেজনা দমন করুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৮ টাকা৮৭.১৭ টাকা
পাউন্ড১০৫.৪২ টাকা১০৮.৩৩ টাকা
ইউরো৮৮.৮৮ টাকা৯১.৫৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা