বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

ন্যাকের মূল্যায়নে ‘বি প্লাস প্লাস’ গ্রেড পেল অমরকাননের গোবিন্দপ্রসাদ মহাবিদ্যালয়

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: ন্যাকের মূল্যায়নে ‘বি প্লাস প্লাস’ গ্রেড পেল অমরকাননের গোবিন্দপ্রসাদ মহাবিদ্যালয়। সংস্থার তরফে ‘ই-মেলে’ বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত ওই শংসাপত্র কলেজে পৌঁছবে বলে অধ্যক্ষ তুষারকান্তি হালদার জানিয়েছেন। বাঁকুড়ার শিক্ষামহলের মতে, শহরের কলেজগুলিকে ন্যাকের মূল্যায়নে ওই গ্রেড পেতে হিমশিম খেতে হয়। সেখানে জেলার গ্রামীণ এলাকার কলেজের পক্ষে তা পাওয়া যথেষ্ট কৃতিত্বের। 
অধ্যক্ষ বলেন, এর আগে আমরা ন্যাকের ‘বি প্লাস’ গ্রেড পেয়েছিলাম। তারপর থেকেই আরও ভালো গ্রেড পেতে আমরা লাগাতার চেষ্টা করে গিয়েছি। কলেজের শিক্ষক-অশিক্ষক কর্মী, ছাত্রছাত্রী সহ সংশ্লিষ্ট সকলের প্রচেষ্টার ফলেই আমরা এবার ‘বি প্লাস প্লাস’ গ্রেড পেলাম। ন্যাকের তরফে আমাকে ই-মেল করে বিষয়টি জানানো হয়েছে। শীঘ্রই শংসাপত্র আমরা হাতে পাব। এটা আমাদের কাছে গর্বের বিষয়। আগামী দিনে কলেজকে উন্নতির শিখরে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই সাফল্য অনুপ্রেরণা দেবে। তিনি আরও বলেন, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রূপকুমার বর্মণ কলেজের এই সাফল্যের জন্য আমাদের অভিনন্দন জানিয়েছেন। এই বিশেষ গ্রেড কলেজের ভবিষ্যৎ পঠনপাঠন ও পরিকাঠামোগত উন্নতিতে অনুপ্রেরণা জোগাবে। অধ্যক্ষ বলেন, এই সাফল্য পেয়ে আমাদের আত্মতুষ্টিতে ভুগলে চলবে না। কলেজে আরও শ্রেণিকক্ষ, স্থায়ী শিক্ষক ও শিক্ষাকর্মী প্রয়োজন রয়েছে। বিজ্ঞান ও কলা বিভাগে নতুন করে কিছু বিষয় ও কলেজে স্নাতকোত্তর পাঠক্রম চালুর দাবিও আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন মহলে জানিয়ে আসছি। এছাড়াও কলেজে স্টাফ কোয়ার্টার, ছাত্রদের হস্টেল, কয়েকটি পরীক্ষাগার নির্মাণ করা দরকার। 
মহাবিদ্যালয়ের অভ্যন্তরীণ গুণমান নিশ্চিতকরণ বিভাগের (আইকিউএসি) সমন্বয়কারী অধ্যাপক পরিমল সোরেন বলেন, ন্যাকের ‘বি প্লাস প্লাস’ গ্রেড পাওয়ার পিছনে সকলের নিরলস প্রচেষ্টা রয়েছে। আগামী দিনে বাঁকুড়া জেলায় উচ্চশিক্ষার প্রসারে আমাদের কলেজ অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমরা আশাবাদী।  
কলেজ পরিচালন সমিতির সভাপতি হৃদয়মাধব দুবে বলেন, সমিতির অন্যান্য সদস্য, অভিভাবক, স্টাফ কাউন্সিল সহ প্রশাসনের সহযোগিতায় সার্বিকভাবে আমরা উন্নতি করতে পেরেছি। কলেজের উন্নয়ন যে যথাযথভাবে হচ্ছে তা ন্যাকের ওই বিশেষ স্বীকৃতিতে প্রমাণ হয়ে গিয়েছে। গোবিন্দপ্রসাদ মহাবিদ্যালয় গোটা গঙ্গাজলঘাটি ব্লক ও আশপাশের এলাকার ছাত্রছাত্রীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠছে। ওই কলেজে বর্তমানে অনেকেই দূরদূরান্ত থেকে এসে পড়তে চাইছে।
23h 23m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

গৃহে শুভ অনুষ্ঠানের আয়োজন। সন্তানের আবদার মেটাতে অর্থব্যয় বাড়তে পারে। মনের অস্থিরতা-উত্তেজনা দমন করুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৮ টাকা৮৭.১৭ টাকা
পাউন্ড১০৫.৪২ টাকা১০৮.৩৩ টাকা
ইউরো৮৮.৮৮ টাকা৯১.৫৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা