দক্ষিণবঙ্গ

রেশন দুর্নীতি কাণ্ডে ইডির হানা ব্রহ্মতলা বড়বাজার ও হরিপুরে

নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: রেশন দুর্নীতিকাণ্ডে এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আতশ কাচের নীচে শান্তিপুরের দুর্নীতির জোড়া কেন্দ্র। বুধবার এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের (ইডি) দু’টি দল হানা দেয় শান্তিপুরের ব্রহ্মতলা বড়বাজার এবং হরিপুরে। মূলত রেশনের মালপত্র কেনাবেচায় গরমিল, খোলা বাজারে বিক্রির সময় নির্ধারিত দামের হেরফের সহ একগুচ্ছ বিষয় রয়েছে তদন্তকারীদের স্ক্যানারে। 
বছর দুয়েক আগে রেশন দুর্নীতিকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি তোলপাড় শুরু হয়। রেশন বণ্টন থেকে রেশনের মাল ক্রয় বিক্রয়ে ব্যাপক হেরফেরের অভিযোগকে কেন্দ্র করে ঘটনার তদন্তে গা ঘামাতে শুরু করে ইডি। পরবর্তীতে এই মামলায় গ্রেপ্তার হন রাজ্যের হেভিওয়েট মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং রাইস মিলের মালিক বাকিবুর রহমান। এবার সেই মামলার তদন্তেই ফের সক্রিয় ইডি। বুধবার তাদের দু’টি দল হানা দেয় শান্তিপুরের বড়বাজার এবং হরিপুরে। এর মধ্যে বড়বাজার এলাকায় বিশ্বজিৎ কুণ্ডু নামে এক রেশন ডিস্ট্রিবিউটরের গোডাউনে হানা দেয় তারা। কিন্তু গোডাউন খোলার আগেই সেখানে পৌঁছে যায় ইডি। এরপরই বেপাত্তা হয়ে যান ওই গোডাউনের মালিক। তাঁর বাড়িতে গিয়ে আধিকারিকরা ওই ডিস্ট্রিবিউটরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও সেখানে তাঁর খোঁজ মেলেনি। ফলে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা গোডাউনের বাইরে অপেক্ষা করতে হয় আধিকারিকদের। নিরাপত্তার স্বার্থে, গোটা এলাকা মুড়ে ফেলা হয় কেন্দ্রীয় বাহিনীর আঁটসাঁট নিরাপত্তায়। কিন্তু দীর্ঘক্ষণ বাদেও ওই ডিস্ট্রিবিউটার আসছেন না দেখে গোয়েন্দা আধিকারিকরা তালা ভেঙে ঢোকার প্রক্রিয়া শুরু করেন। যদিও তালা ভাঙার আগেই হঠাৎ ঘটনাস্থলে এসে পৌঁছন গোডাউনের মালিক তথা অভিযুক্ত ডিস্ট্রিবিউটর। এরপর তাঁকে সঙ্গে নিয়েই গোডাউনে ঢোকেন ইডি কর্তারা। ঘণ্টার পর ঘণ্টা সেই গোডাউনের ভিতরেই চলে রুদ্ধদ্বার  জিজ্ঞাসাবাদ এবং তদন্তের কাগজপত্র খতিয়ে দেখা। 
সূত্রের খবর, মিল থেকে বরাদ্দ দ্রব্যের চেয়ে কম মাল নিয়ে সরকারি কাগজপত্রে সেই গরমিল ধামাচাপা দেওয়া, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি অর্থে রেশনের মাল বিক্রি সহ একগুচ্ছ অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ফলে ফাঁকফোকর বার করে রেশনের মাল তিনি কোথায় পাঠাতেন, অথবা বেশি দামে কাকে কোথায় বিক্রি করতেন, তা তদন্তের খতিয়ে দেখা হচ্ছে। বুধবার বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেলেও অভিযুক্ত রেশন ডিস্ট্রিবিউটরকে জিজ্ঞাসাবাদ থামেনি। প্রসঙ্গত, অভিযুক্ত ডিস্ট্রিবিউটর গোটা শান্তিপুর এলাকার বিভিন্ন ডিলারকে রেশনের মাল দিতেন বলে জানা গিয়েছে। সেই সূত্র ধরেই এদিন হরিপুরেও রাজেন প্রামাণিক নামে এক রেশন ডিলারের কাছে হানা দেন তদন্তকারী সংস্থর কর্তারা। রাতে খবর লেখা পর্যন্ত অভিযান চলছে বলে জানা গিয়েছে।  নিজস্ব চিত্র
26d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে দেহে আঘাত বা অস্থিভঙ্গের প্রবল যোগ থাকায় সতর্ক হন। কুচক্রীদের জব্দ করে কাজকর্মে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৪.৮১ টাকা১০৮.৫৩ টাকা
ইউরো৮৭.৩৩ টাকা৯০.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা